পেশায় সফল, সম্পর্কে ব্যর্থ ফারিয়া!
অভিনেত্রী শবনম ফারিয়া কিছুটা সময় নিয়ে, বেছে কাজ করেন। এ কারণে অন্যদের মতো বেশি নাটকে তাকে দেখা যায় না। এবারের ঈদ উপলক্ষে একটি বিশেষ নাটকে অভিনয় করেছেন তিনি। নাম ‘হ্যালো ম্যাডাম’।
এটি নির্মাণ করেছেন ফিরোজ কবির ডলার। আহমেদ খান হীরকের গল্পে নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন ফাহমিদুর রহমান। এতে শবনম ফারিয়ার সঙ্গে অভিনয় করেছেন মীর সাব্বির। ইতোমধ্যে নাটকটির দৃশ্যায়ন শেষ হয়েছে। আসন্ন কোরবানির ঈদের পঞ্চম দিন সন্ধ্যা ৭টায় দীপ্ত টিভিতে প্রচারিত হবে এই নাটক।
এর গল্পে দেখা যাবে, জীবনের প্রায় প্রতিটা ক্ষেত্রেই সফল এক নারী মেঘা আনোয়ার। খুব কম বয়সেই মেঘা হয়ে উঠেছেন তার অফিসের প্রজেক্ট ম্যানেজার। এসব কিছুর আড়ালেও মেঘার কিছু ব্যর্থতা রয়েছে। সম্পর্কের মায়া বিষয়টা তার জীবনে নেই। তার বাবা দ্বিতীয় বিয়ে করেছেন। বাবার সঙ্গে সম্পর্ক সপ্তাহে ঘুরতে যাওয়ার মতোই ফরমাল। আর কাজ নিয়ে ব্যস্ত মায়ের সঙ্গেও তার কথা কম হয়।
অন্যদিকে মেঘার স্বামী-সংসার সুখের হলেও হতে পারত! কিন্তু পাঁচ বছরের বিবাহিত জীবন বিয়ের দুই মাস পরেই হারিয়েছে রং। দম আটকানো এই থমথমে সম্পর্কের মধ্যেই মেঘা তার অফিস পরিবর্তন করে দ্বিগুণ বেতন নিয়ে প্রমোশন পান। নতুন অফিসে জয়েন করে মেঘা শক্ত হাতে সবাইকে তার নিয়ন্ত্রণে নিয়ে আসেন। শুধু বাচ্চুকে নিয়ন্ত্রণে আনতে পারেননি। মেঘার মতো গম্ভীর প্রকৃতির মানুষের কাছে বাচ্চু অতি বিরক্তিকর চরিত্র। একটু পর পর কারণে-অকারণে হ্যালো ম্যাডাম বলে শুরু করেন যন্ত্রণাদায়ক ঘ্যানর ঘ্যানর। এক পর্যায়ে মেঘার সব ধরণের সম্পর্ক ঠিক করে দেওয়ার কথা বলেন বাচ্চু। কিন্তু সত্যি কী বাচ্চু তা পারবেন?
সেই উত্তর জানা যাবে নাটকটি দেখার পর। নাটকে মেঘা চরিত্রে অভিনয় করেছেন শবনম ফারিয়া এবং বাচ্চুর ভূমিকায় আছেন মীর সাব্বির।
কেআই