রেকর্ড গড়েই যাচ্ছে ‘কেজিএফ ২’ টিজার
রেকর্ড গড়েই যাচ্ছে কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় বাজেটের ছবি ‘কেজিএফ চ্যাপ্টার ২’ টিজার। বলিউড তো বটেই বিশ্ব চলচ্চিত্রকেও পেছনে ফেলে দিচ্ছে ৭ জানুয়ারি ইউটিউবে প্রকাশ পাওয়া সিনেমাটির টিজার।
একদিনের ভিউ বিচারে টিজারটি ইতোমধ্যেই ছাড়িয়ে গেছে সব ভারতীয় ছবিকে। এর আগে দক্ষিণী সুপারস্টার প্রভাসের ‘সাহো’র টিজার একদিনে ভিউ পায় ২২.৫ মিলিয়ন। ‘কেজিএফ-২’ সেটিকে টপকে গেছে মাত্র ১০ ঘণ্টায়।
২৪ ঘণ্টায় এর মোট ভিউ হয়েছে ৭৮ মিলিয়ন। দ্রুতই এটি ১০০ মিলিয়ন ভিউ অতিক্রম করবে।
১ দিনে ইউটিউবে সবচেয়ে বেশি ভিউ হওয়ার ভিডিওটি হলো কোরিয়ান ব্যান্ড বিটিএসের ‘ডিনামাইটস’। দর্শকরা এটি মুক্তির প্রথমদিনেই দেখেছে ১০১.১ মিলিয়নবার।
এভাবে এগুতে থাকলে ‘কেজিএফ-২’-এর টিজার কদিন পর ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর ট্রেলারের ২৮৯ মিলিয়ন ভিউকেও পেছনে ফেলে দিতে পারে।
মূলত সুপারস্টার যশের অভিনয় এবং ‘কেজিএফ: চ্যাপ্টার ১’–এর সাফল্য ভারতীয় সিনেমাটিকে লাইমলাইটে নিয়ে এসেছে।
২০১৮ সালের ডিসেম্বরে মুক্তি পায় সিনেমাটির প্রথম পার্ট। তাতে দুর্দান্ত অভিনয় দিয়ে পুরো ভারত মাতিয়েছেন যশ। বক্স অফিসেও গড়েছে ইতিহাস।
যশ ছাড়াও চ্যাপ্টার ২’তে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, রাবিনা ট্যান্ডন, শ্রীনিধি শেঠি, অনন্ত নাগ, অচ্যুত কুমার প্রমুখ। এতে আধিরার চরিত্রে প্রথমবার যুক্ত হয়েছেন সঞ্জয় দত্ত।
গ্যাং স্টারদের কাহিনি নিয়েই এই সিনেমা। প্রযোজক বিজয় কিরাগান্দুর ও কার্তিক গোওদা। পরিচালনায় প্রশান্ত নিল। গল্পও লিখেছেন তিনিই।
সূত্র: ইউটিউব, ফিল্ম বিটস
আরআইজে