জোর করে আমাকে অন্তঃসত্ত্বা বানাবেন না: পুনম
সম্প্রতি ভারতীয় অভিনেত্রী পুনম পাণ্ডের মা হওয়ার খবর ছড়িয়ে পড়েছে। কিন্তু বিষয়টি গুঞ্জন বলে দাবি করেন তারকা নিজেই। তিনি জানান, কেউ হয়তো মজার ছলে এমন খবর ছড়িয়েছে।
পুনম পাণ্ডে বলেছেন, ‘আমি সত্যিই মা হলে সবাইকে মিষ্টি খাওয়াতাম। কিন্তু আমার মধ্যে মা হওয়ার লক্ষণ দেখা যায়নি। তাই জোর করে আমাকে অন্তঃসত্ত্বা বানাবেন না। সময় এলেই সুখবরটা জানাব।’
গত বছরের ১ সেপ্টেম্বর প্রেমিক স্যাম বম্বেকে বিয়ে করে আলোচনায় আসেন পুনম পাণ্ডে। মুম্বাইয়ে বিয়ে হলেও সমস্যা বাধে গোয়ায় হানিমুনের পর। স্বামীর বিরুদ্ধে দায়ের করা এক মামলায় অভিনেত্রী অভিযোগ করেন, তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এরপর তারা দুজনেই দীর্ঘদিন সংবাদমাধ্যমের হট টপিক ছিলেন।
পরবর্তী সময়ে তাদের মধ্যে আবারও দাম্পত্য কলহের কথা শোনা যায়। সে সময় পুনম বলেন, ‘তাকে তার স্বামী মারধর করেন।’ অবশ্য এর মীমাংসা নিজেই করেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘কারও সঙ্গে সংসার করার সময় একটু সমস্যা হবেই। কিন্তু তাই বলে দ্রুত হাল ছাড়া যাবে না। সম্পর্ক ভালো রাখার জন্য সঙ্গীকে সুযোগ দেওয়া উচিত।’
এইচএকে/এমআরএম/আরআইজে