‘ইন্ডিয়ান আইডল’ বিতর্কে মুখ খুললেন সোনু নিগম
সম্প্রতি কিশোর কুমারকে নিয়ে ‘ইন্ডিয়ান আইডল ১২’-এর বিশেষ পর্ব প্রচারিত হয়। সেখানে অতিথি ছিলেন কিংবদন্তির ছেলে অমিত কুমার। অনুষ্ঠানের পর তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, প্রতিযোগীদের মিথ্যা প্রশংসা করতে তাকে বলা হয়েছিল। এরপরই রিয়্যালিটি শোকে ঘিরে শুরু হয় বিতর্ক।
অমিত কুমারের সাক্ষাৎকারের পর এ নিয়ে মুখ খুলেছিলেন শোয়ের প্রাক্তন বিচারক সুনিধি চৌহান। জানালেন একই কারণে তিনি ‘ইন্ডিয়ান আইডল’-এর দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন। গায়িকা জানান, চ্যানেল কর্তৃপক্ষ থেকে প্রতিযোগীদের প্রশংসা করতে বলা হয় বিচারকদের। এমনকি তাকেও বলা হয়েছিল।
এবার এই প্রসঙ্গ নিয়ে নিজের কথা জানালেন সোনু নিগম। তবে তিনি প্রকাশ করলেন ভিন্ন মত। ‘ইন্ডিয়ান আইডল’ তাদের অবস্থানে ঠিক বলে মনে করেন এই গায়ক। তার অভিযোগ, যাবতীয় ঘটনার জন্য সংবাদমাধ্যমের একাংশই দায়ী। বিষয়টি নিয়ে অযথা বাড়াবাড়ি করা হচ্ছে।
নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন সোনু। সেখানে বলেন, ‘কিশোর কুমারের মতো কেউ কোনওদিন হতে পারবেন না। তার ধারের কাছে যাওয়ারও ক্ষমতা কারও নেই। অমিত কুমার সেই কিংবদন্তির ছেলে। অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন। প্রচুর অভিজ্ঞতা।’
সোনু আরও বলেন, ‘শোয়ের নির্মাতারা যদি প্রশংসার অনুরোধ বিচারকদের করেও থাকেন, এতে কোনও ভুল দেখতে পাচ্ছি না। প্রতিযোগীদের উৎসাহিত করতে এই অনুরোধ তারা করতেই পারেন।’
এমআরএম