বিল নিয়ে মিথ্যা বলছেন কঙ্গনা, দাবি বিদ্যুৎ বোর্ডের

বলিউড অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াতের বিদ্যুৎ বিল নিয়ে বিতর্কের মাঝেই মুখ খুলল হিমাচল প্রদেশ ইলেকট্রিসিটি বোর্ড লিমিটেড। সংবাদমাধ্যমে দেওয়া বিবৃতিতে বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর সন্দীপ কুমার স্পষ্ট জানান, যে বিলের পরিমাণ নিয়ে কঙ্গনা অভিযোগ তুলেছেন, সেটি প্রকৃতপক্ষে এক মাসের নয়, বরং কয়েকটি বিলিং সাইকেল ও বকেয়া মিলিয়ে এত টাকার বিল এসেছে।
সন্দীপ কুমার ভারতীয় সংবাদমাধ্যম এএনআই-কে বলেন, 'কঙ্গনা রানাওয়াত দাবি করেন। তাকে ১ লক্ষ টাকার বিদ্যুৎ বিল পাঠানো হয়েছে। আমি স্পষ্ট করে দিতে চাই, বিলের অঙ্ক ছিল ৯১ হাজার টাকা ও কয়েকশো টাকা। একেবারে ১ লক্ষ নয়।'
আরও পড়ুন
তিনি আরও বলেন, 'নভেম্বর ও ডিসেম্বর মাসের বিল ১৬ জানুয়ারি মেটান কঙ্গনা। জানুয়ারি ও ফেব্রুয়ারির বিলও বকেয়া ছিল। মার্চ মাসের ২০ দিনের বিলিং সাইকেল তখন ইতোমধ্যেই শেষ হয়ে যায়।'
সন্দীপ কুমারের কথায়, 'প্রায় ৩১-৩২ হাজার টাকা ছিল বকেয়া। মার্চ মাসের ২৮ দিনের বিল ছিল প্রায় ৫৫ হাজার টাকা। এই সবকিছুর সঙ্গে অন্যান্য চার্জ মিলে ৯১ হাজার টাকার মতো হয়েছে। সময়মতো বিল দেওয়া হলে এতটা বেশি মনে হতো না।'
তিনি এও জানান, এই নিয়ে কঙ্গনার পক্ষ থেকে কেউ বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগ করেননি।
ডিএ