‘বাচ্চা মেয়েটার কী দোষ’, প্রতিবাদ পরিচালক রাজের

কলকাতার ঠাকুরপুকুরের একটি বাজারে গত রোববার এক টালিউড পরিচালকের গাড়ি চাপায় মৃত্যু হয় একজনের। এ সময় সেই ভিক্টো ওরফে সিদ্ধান্ত দাস মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ। আর এ ঘটনায় তোলপাড় টালিউড ইন্ডাস্ট্রি; রীতিমতো ক্ষোভে ফুঁসছে মানুষ।
এমন আবহে নেটিজেনরা জানতে পারে, সেই অভিযুক্ত ভিক্টোরের সঙ্গে নাকি প্রেম ছিল টালিউড পরিচালক রাজ চক্রবর্তীর ভাগ্নির সঙ্গে। আর এরপর থেকেই কটাক্ষের তীর ছুটতে থাকে রাজের পরিবারে।
ভিক্টোরের এই কাজের জন্য অযথাই সমালোচিত হচ্ছেন তার প্রেমিকা তথা রাজের ভাগ্নি। যার সেদিনের ওই সম্পৃক্ততাই নেই। তাই বিতর্ক বাড়তেই এবার প্রতিবাদ করলেন রাজ চক্রবর্তী।
আরও পড়ুন
রাজ চক্রবর্তী বলেছেন, 'আমার ভাগ্নির বয়স ২১ বছর। ওই পরিচালকের সঙ্গে সম্পর্ক ছিল। কিন্তু বাচ্চা মেয়েটি কী জানত যে, ভিক্টো মদ্যপ অবস্থায় এমন কাণ্ড ঘটাবে? ভিক্টো যা করেছে, সেটা ক্ষমার অযোগ্য। কিন্তু আমার ভাগ্নিকে জড়িয়ে বিষয়টাতে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা চলছে, তাতে আমি হতবাক!'
রাজের সংযোজন, 'এখানে একজন ২১ বছরের মেয়েকে টার্গেট করা হচ্ছে। একজন মেয়ে, যার ওই অ্যাক্সিডেন্টের সঙ্গে কোনও যোগই নেই, ওর দোষটা কোথায়? এভাবে টার্গেট করে আমাদের পরিবারের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। আমার ভাগ্নির মানসিক অবস্থা ঠিক কী! এটা তো কেউ জানতে চাইছে না। এমনকি ওর ছবি ব্যবহার করে মিথ্যে প্রচার চালানো হচ্ছে। ভিক্টো দুর্ঘটনা ঘটিয়ে যে পর্যায়ের দোষ করেছে, আর আমার ভাগ্নির নাম জড়িয়ে যারা অযাচিত বিতর্ক তৈরি করার চেষ্টা করছে, এক্ষেত্রে নোংরামির মাত্রা একই।'
উল্লেখ্য, রাজ চক্রবর্তীর ‘গোধূলি আলাপ’ সিরিয়ালটি পরিচালনার দায়িত্বে ছিলেন ভিক্টো। আর সেই প্রজেক্টেই যুক্ত ছিলেন রাজের ভাগ্নি। সেখান থেকেই প্রেমের সূত্রপাত।
ডিএ