ব্লকবাস্টার সিনেমাসে বাড়ানো হয়েছে ‘বরবাদের’ শো

ঈদকে কেন্দ্র করে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’। সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সসহ সারাদেশে ১২০ হলে একযোগে চলছে সিনেমাটি। এবার ‘ব্লকবাস্টার সিনেমাসে’ ‘বরবাদ’ এর শো বাড়ানো হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পেজ থেকে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
তারা জানিয়েছে, ‘মেগাস্টার শাকিব খান অভিনীত ঈদুল ফিতরের নতুন সিনেমা "বরবাদ" দেখতে চলে আসুন যমুনা ফিউচার পার্কের ৫ তলায় ব্লকবাস্টার সিনেমাসে।’ সরাসরি টিকিট কাউন্টারে পাশপাপাশি অনলাইন থেকেও টিকিট ক্রয় করা যাবে।
আরও পড়ুন
যেসব সময়ে ‘বরবাদ’ এর শো চলবে :
সকাল ১১ টা ৪৫ মিনিটে, দুপুর ২ টা ৩৫ মিনিটে, বিকেলে ৪ টা ৪৫ মিনিটে, বিকেল ৫ টা ৩০ মিনিটে, সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটে রাত ৮ টা ২৫ মিনিটে। ক্লাব রয়্যালে- দুপুর ১২ টায়, ২ টা ৫৫ মিনিটে, বিকেলে ৫ টা ৫০ মিনিটে আর রাত ৮টা ৪৫ মিনিটে।
প্রসঙ্গত, আয়ের তালিকায় প্রথমে রয়েছে ‘বরবাদ’। সিনেমাটি ৩য় দিনে মাল্টিপ্লেক্সের ৫৬টি শো থেকে আয় করেছে ৫৮ লাখ ৫৪ হাজার টাকা। টোটাল তিনদিনে মাল্টিপ্লেক্স থেকে আয় ১ কোটি ৩১ লাখ।
এমআইকে