পাশে দাঁড়ায়নি ইন্ডাস্ট্রি, ‘সিকান্দার’ ফ্লপ হতেই ক্ষোভ সালমানের

‘সিকান্দার’ রিলিজের আগে সালমান খান বলেছিলেন, কোনওরকম বিতর্ক চাই না এবার। কিন্তু ভাইজানের সেই প্রত্যাশায় জল! টিজার-ট্রেলারে ঝড় তুলে দিলেও সিনেমা মুক্তির পরই পড়তে হল চরম বিপাকে।
সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে কাঠগড়ায় সিকান্দার সিনেমার পরিচালক এ আর মুরুগাদোস। তার জেরে হুড়মুড়িয়ে কমেছে ছবির শোয়ের সংখ্যা। প্রত্যাশা অনুযায়ী আয়েরও দেখা মেলেনি।
সিকান্দার ‘ফ্লপ’ হতেই এবার মুখ খুললেন সালমান। ভাইজান জানালেন, ইন্ডাস্ট্রি নাকি ‘সিকান্দার’ ছবির প্রচারের সময় তার পাশে দাঁড়ায়নি!
সালমান খানকে বরাবর ইন্ডাস্ট্রির শুভাকাঙ্খি হিসাবেই সকলে জানে। ইন্ডাস্ট্রির অন্যান্য তারকাদের ছবির প্রচারে প্রায়শই দেখা যায় অভিনেতাকে। এমনকী মোহনলালের ‘এল ২: এমপুরান’ এবং সানি দেওলের আগামী ছবি ‘জাট’কেও শুভেচ্ছা জানাতে ভোলেননি ভাইজান।
অথচ তার নিজের ছবি ‘সিকান্দার’-এর প্রচারে দেখা যায়নি প্রায় কোনও বলি তারকাকেই। কেন এমন বিভেদ? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এবার মুখ খুলেছেন ভাইজান নিজেই। খানিকটা ক্ষোভ ও অভিমানের সুরে সালমান বলেছেন, “ওনারা হয়তো ভেবেছেন আমার সাহায্যের প্রয়োজন নেই। কিন্তু সকলেরই সাহায্যের প্রয়োজন হয়, এমনকী আমারও।”
আরও পড়ুন
কেন গোটা ইন্ডাস্ট্রি মুখ ফিরিয়েছে সালমানের ছবি থেকে? সমালোচকদের মতে, সালমানকে অনেকেই স্বয়ংসম্পূর্ণ বলে মনে করেন। সেই জায়গা থেকেই ইন্ডাস্ট্রির মানুষজন সালমানের ছবির প্রচার থেকে দূরে থেকেছেন।
উল্লেখ্য, ঈদে মুক্তি পেয়েছে সালমানের ‘সিকান্দার’। তারপর থেকে এখনও পর্যন্ত আশানুরূপ ফল করেনি ছবিটি। সিনেমার প্রায় ৫০ শতাংশ শো কমে গেছে। সেই জায়গায় মোহনলালের ‘এল ২: এমপুরান’ প্রদর্শিত হচ্ছে।
ভারতে ‘সিকান্দার’-এর বক্স অফিস কালেকশন এখনও ১০০ কোটির গণ্ডি পার হয়নি। সমস্ত বিতর্ক ঝেড়ে ফেলে সালমান স্বমহিমায় ফিরতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয়।
এনএইচ