গ্রাম থেকে এক বুক স্বপ্ন বেঁধে আজ তারা সফল তারকা

বলিউডে অসংখ্য তারকাদের মধ্যে কিছু সংখ্যক রয়েছে যারা প্রত্যন্ত গ্রাম বা কোনো ছোট শহর থেকে এসেছেন। সেখানে তারা বড় শহরের মতো সুযোগ-সুবিধা পাননি। কিন্তু তাদের অধ্যবসায় ছিল নিষ্ঠার; বুকে বেঁধেছিলে অনেক বড় স্বপ্ন! আর তারাই বলিউডের মতো ইন্ডাস্ট্রি দাপিয়ে বেড়াচ্ছেন এখন।
সদ্যই ভারতীয় গণমাধ্যমে তেমনই কিছু অভিনেতার তালিকা মিলল। যারা মূলত প্রমাণ করেছেন, কঠোর পরিশ্রম এবং প্রতিভা দিয়েই স্বপ্ন বাস্তব করা যায়।
আলি ফজল
লাখনৈ শহরে বড় হয়ে ওঠা এই অভিনেতা ‘ফুকরে’ এবং ‘মির্জাপুর’-এর মতো ছবির মাধ্যমে বলিউডে নিজের স্থান তৈরি করেন। বলা যায়, তার প্রতিভাই তাকে বলিউডের বাইরে নিয়ে গেছে। ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭’ এবং ‘ভিক্টোরিয়া অ্যান্ড আব্দুল’-এর মতো আন্তর্জাতিক ছবিগুলো তাকে দিয়েছে বিশ্বব্যাপী পরিচিতি।
আরও পড়ুন
পঙ্কজ ত্রিপাঠি
বছরের পর বছর ধরে নিজের অভিনয়কে কীভাবে আরও উন্নত করা যায়, এই ছিল তার ভাবনা। উঠে এসেছেন বিহারের একটি ছোট গ্রাম থেকে। পঙ্কজ ত্রিপাঠি ‘গ্যাংস অফ ওয়াসিপুর’, ‘মির্জাপুর’-এর মতো ছবি-সিরিজের মতো অভিনয়ের মাধ্যমে তার পরিচিতি সুদৃঢ় করেছেন। আজ, পঙ্কজ শুধুমাত্র তার প্রতিভার জন্য নয়, মার্জিত ব্যবহারের জন্য সমাদৃত।
মনোজ বাজপেয়ী
এই অভিনেতার জন্ম বিহারে। তার মনোমুগ্ধকর অভিনয় দিয়ে কয়েক দশক ধরে দর্শকদের মন জয় করে চলেছেন। ‘সত্য’, ‘দ্য ফ্যামিলি ম্যান’ এবং ‘আলিগড়’ ছবিতে তার অভিনীত চরিত্র তাকে সমালোচকদের প্রশংসা এবং সম্মান দুই দিয়েছে।
রাজকুমার রাও
আজকের যুগে সরল অভিনেতা রাজকুমার রাও। হরিয়ানার একটি গ্রাম থেকে চোখে স্বপ্ন নিয়ে চলে যান মুম্বাই। এখন ‘কুইন’, ‘নিউটন’ এবং ‘স্ত্রী’-এর মতো ছবিতে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে বলিউডের সবচেয়ে শক্তিশালী অভিনেতাদের একজন তিনি।
নওয়াজউদ্দিন সিদ্দিকি
নওয়াজকে বলা হয় আত্মনির্মিত তারকা। উত্তর প্রদেশে জন্ম এই নায়কের। তবে, আজ তার প্রতিভার যে স্বীকৃতি মিলছে তার জন্য বছরের পর বছর স্ট্রাগল করেছেন তিনি। ‘গ্যাংস অফ ওয়াসিপুর’, ‘সেক্রেড গেমস’ এবং ‘দ্য লাঞ্চবক্স’-এ তার অভিনয় তাকে এই প্রজন্মের সেরা অভিনেতাদের মধ্যে অন্যতম করে তুলেছেন।
ডিএ