মারা গেছেন ‘টপ গান’ খ্যাত অভিনেতা ভ্যাল কিলমার

মারা গেছেন ‘টপ গান’ খ্যাত মার্কিন অভিনেতা ভ্যাল কিলমার। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। ১ এপ্রিল (মঙ্গলবার) লস অ্যাঞ্জেলেসে মৃত্যু হয়েছে তার। ‘ব্যাটম্যান ফরএভার’ এবং ‘দ্য ডোর্স’-এ জিম মরিসনের চরিত্রে কালজয়ী অভিনয় জনপ্রিয়তা এনে দেয় ভ্যালকে।
নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন থেকে কণ্ঠনালীতে ক্যানসার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন ভ্যাল কিলমা, তার সঙ্গে নিউমোনিয়াতেও আক্রান্ত হয়েছিলে ।
অভিনেতার মেয়ে মার্সিডিজ কিলমার জানিয়েছেন, নিউমোনিয়ার কারণে শেষের দিকে আর লড়াই চালিয়ে যেতে পারছিলেন না তার বাবা।
আরও পড়ুন
আট এবং নয়ের দশকে হলিউড কাঁপিয়েছেন সোনালি চুলের হ্যান্ডসাম এই অভিনেতা। ‘টপ গান’, ‘রিয়াল জিনিয়াস’, ‘উইলো’, ‘হিট’ এবং ‘দ্য সেন্ট’ ছবিতে তাঁর অসামান্য অভিনয় দর্শকদের নজর কেড়েছিল।
গলায় ক্যান্সার বাসা বাঁধায় দীর্ঘদিন ধরেই রূপালি পর্দায় আর দেখা যেত না ভ্যাল কিলমারকে। কিন্তু ২০২১ সালে ‘টপ গান: দ্য ম্যাভেরিক’ ছবির মাধ্যমে বড় পর্দায় কামব্যাক করেন। যদিও ক্যান্সারের কারণে কথা বলার সমস্যা রয়েই গিয়েছিল।
১৯৯৫ সালে তিনি ব্যাটম্যানের চরিত্রে প্রথম অভিনয় করেন। ‘ডার্ক নাইট’ সিরিজে তার আত্মপ্রকাশ দর্শকদের মধ্যে ভিন্ন মতামত তৈরি করেছিল। ১৯৯৭ সালের ‘ব্যাটম্যান অ্যান্ড রবিন’ ছবিতে তার পরিবর্তে এই চরিত্রে অভিনয় করেছিলেন জর্জ ক্লুনি। তবে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল সে ছবি। ব্যাটম্যানের চরিত্রে ততদিনে দর্শকদের মনে গেঁথে গিয়েছিল ভ্যাল কিলমারই।
এমআইকে