মানাচ্ছে না, অভিনেত্রীকে পরিবর্তন করে আনা হয় কুকুর!

অভিনয়ের সুযোগ পেয়েও হাতছাড়া করেছিলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শোভিতা ধুলিপালা। তার জায়গায় শেষ পর্যন্ত সুযোগ পেয়েছিল একটি কুকুর!
বিজ্ঞাপন
শুনতে অবাক লাগলেও, এমনই এক ঘটনা ঘটেছে অভিনেতা নাগা চৈতন্যের স্ত্রীর সঙ্গে। একটি কুকুরের কাছে হেরে গিয়েছিলেন অভিনেত্রী। সম্প্রতি মজার সেই ঘটনা নিজেই প্রকাশ্যে আনলেন তিনি।
একটি বিজ্ঞাপনী ছবির জন্য সুযোগ পেয়েছিলেন শোভিতা। সাক্ষাৎকারে তিনি বলেছেন, “রাত সাড়ে এগারোটার সময়ে আমাকে ফোন করে অডিশনে ডাকা হয়। খুবই অদ্ভুত লেগেছিল বিষয়টি। আমি গিয়ে অডিশন দিই।”
বিজ্ঞাপন
এরপরে সুযোগ পান শোভিতা। বলা হয়, গোয়ায় গিয়ে শুটিং হবে। প্রথমদিন ভালোভাবেই শুটিং হয়। দ্বিতীয় দিন ক্যামেরায় গোলমাল হয়েছিল। তাই অন্য দিন শুটিং করা হবে বলে স্থির হয়।
বিজ্ঞাপন
পরেরদিন শুটিং-এ পৌঁছে অবাক হয়ে যান শোভিতা। অভিনেত্রী জানতে পারেন, পণ্যের সঙ্গে তার ভাবমূর্তি খাপ খাচ্ছে না। পণ্যের সাপেক্ষে তাকে অনেক বেশি আত্মবিশ্বাসী দেখতে লাগছে। যে কারণে হাতছাড়া হয় সেই সুযোগ।
তবে বিষয়টা এখানেই শেষ হতে পারতো! সেটা আর হয়নি। শোভিতার পরিবর্তে অন্য কোনও অভিনেত্রী বা মডেলকে নয়, নিয়ে আসা হয় একটি কুকুরকে।
অভিনেত্রী নিজেই বলেছেন, “আমাকে নাকি দেখতে বেশি আত্মবিশ্বাসী লাগছিল, যা একেবারেই পণ্যের ভাবমূর্তির সঙ্গে খাপ খায় না। তাই আমার পরিবর্তে একটি কুকুরকে নিয়ে আসা হয়। তবে আমি পারিশ্রমিক পেয়েছিলাম।”
অভিনেত্রীর এই সাক্ষাৎকারের সময় উপস্থিত ছিলেন নেহা ধুপিয়া ও জিম সর্ভ। নাগা চৈতন্যর স্ত্রীর কাছ থেকে এই ঘটনা শুনে অবাক হয়ে যান তারাও। সকলেই হাসতে শুরু করেন।
এনএইচ