শাকিব, তোমাকে ইচ্ছা করেই ফোন দেইনি, বিষয়টি দেখো : মারুফ

নানা জল্পনা কল্পনার মধ্যে দিয়ে ঈদে মুক্তির অনুমতি পেয়েছে ঢালিউড মেগাস্টার শাকিব খানের ‘বরবাদ’। যদিও এর আগে গত মঙ্গলবার (২৫ মার্চ) সিনেমার প্রদর্শনের জন্য জমা পড়েছিল বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে।
সেখানে সিনেমার প্রদর্শনী শেষ হয়ে বের হয়ে যাওয়ার সময় শাকিব ভক্তদের রোষানলে পড়েন চলচ্চিত্র নির্মাতা ও সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য কাজী হায়াত।
শাকিব ভক্তরা গাড়ি আটকে রাখায় তাদের সঙ্গে নির্মাতার সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এ সময় কাজী হায়াতকে বলতে শোনা যায়, ‘আমার মারুফেরও লোক আছে’।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই ভাগে বিভক্ত হয়েছেন ভক্তরা। কেউ কেউ শাকিব খানের পক্ষ নিয়ে মারুফ ও কাজী হায়াতের সমালোচনা করছেন, কেউ আবার খ্যতনামা এই নির্মাতার পক্ষ নিয়ে শাকিবিয়ানদের সংযত হওয়ার পরামর্শ দিয়েছেন।
বিষয়টি নিয়ে এবার এক ফেসবুক লাইভে কথা বলেছেন কাজী হায়াতপুত্র চিত্রনায়ক কাজী মারুফ। তিনি বলেন, ‘কাজী হায়াত বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য। উনি যেটা করেছেন, তা একান্ত ওনার ব্যাপার। বা উনি যা সিদ্ধান্ত নিয়েছেন, তা সেই ছবির ভালোর জন্যই নিয়েছেন, দেশের জন্য করেছেন।’
আরও পড়ুন
বাবার মন্তব্য প্রসঙ্গে মারুফ বলেন, ‘মারুফের লোক আছে বলে বাবা বুঝিয়েছেন, আমার দর্শক আছে। একসময় আমার দর্শক ছিল।’’
সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই কাজী হায়াতের সিনেমায় অশ্লীল বাক্য ও গালির ব্যবহার নিয়ে সমালোচনা করেছেন। এ বিষয়ে মারুফের ভাষ্য, ‘কাজী হায়াতের সিনেমায় অশ্লীল বাক্য ছিল। ‘‘ধর’’ সিনেমার কথা বলবেন? যদি আপনার এ সিনেমা বোঝার ক্ষমতা থাকে, তাহলে আপনারা নীতিমান হবেন, দেশকে নিয়ে ভাববেন। যেন এই সিনেমার মান্নার ক্যারেক্টারের মতো আর কেউ তৈরি না হয়।’
এছাড়া শাকিব খানের সঙ্গে বেশ ভালো সম্পর্ক কাজী মারুফের। এই চিত্রনায়ক মনে করছেন, দুজনের সম্পর্ক নষ্ট করার জন্য অনেকেই এমন করছেন। মারুফ বলেন, ‘শাকিবের সঙ্গে সম্পর্ক ভালো, আপনাদের এটা নষ্ট হতে দেবেন না। আর নষ্ট হলে আমার কিছু যাবে আসবে না, আমার বাবারও কিছু আসবে যাবে না। এমনকি শাকিবের ক্ষেত্রেও সেইম।’
সবশেষ সামাজিক মাধ্যমে ভক্তদের এমন বাড়াবাড়ি বন্ধে শাকিবকেই উদ্যেগ নেওয়ার আহ্বান জানিয়েছেন মারুফ। এই নায়ককে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘শাকিব তোমাকে ইচ্ছা করেই ফোন দিইনি, তুমি বিষয়টি দেখো।’
এনএইচ