রিল বানিয়ে গ্রেপ্তার অভিনেতা বিনয় ও রাজাত

সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য রিল বানিয়ে অস্ত্র আইনে গ্রেপ্তার হয়েছেন বিগ বস কন্নড় খ্যাত তারকা অভিনেতা বিনয় গৌড়া ও রাজাত কিষাণ।
বিজ্ঞাপন
একই অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সহিংসতা (বিএনএস) এর অস্ত্র আইন ১৯৫৯ বি- এর ধারায় তাদের গ্রেপ্তার করেছে কর্ণাটক পুলিশ।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তাদের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে চাপাতি প্রদর্শনের অভিযোগ উঠে। এরপরই তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় পুলিশ।
বিজ্ঞাপন
এর আগে বিনয় গৌড়া ও রজত কিষাণ একটি রিল তৈরি করেন। যেখানে বিনয় গৌড়াকে একটি বড় ছুরি হাতে এবং দর্শনের স্টাইলে ধীর গতিতে হাঁটতে দেখা গেছে বলে অভিযোগ করা হয়েছে।
তাদের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই এফআইআর দায়ের করা হয়। অভিযোগ অনুযায়ী, রিলের জন্য প্রকাশ্যে চাপাতি প্রদর্শন এবং ভীত সন্ত্রস্ত পরিবেশ তৈরি করেছেন বিনয় গৌড়া ও রাজাত কিষাণ। রিলগুলো বুজ্জি নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে দেয়া হয়েছে।
বিজ্ঞাপন
এ ভিডিও চোখে পড়তেই বিনয় গৌড়া ও রাজত কিষাণের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, প্রকাশ্যে এভাবে ভয়ভীতি প্রদর্শন করা আইনত অপরাধ। তাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিম বেঙ্গালুরুর ডিসিপি এস গিরিশ।
এনএইচ