‘আওয়ারাপান টু’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আবেগে ভাসছেন ভক্তরা

নিজের জন্মদিনে ভক্তদের জন্য সুখবর দিলেন ইমরান হাশমি! আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন ‘আওয়ারাপান টু’–এর। ২০০৭ সালে ইমরান অভিনীত ‘আওয়ারাপান’-এর বহু প্রতীক্ষিত এই সিক্যুয়েল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এদিন ‘আওয়ারাপন টু’–এর প্রাথমিক ঝলক শেয়ার করে ইমরান নিশ্চিত করেছেন, সিক্যুয়েলের কাজ শুরু হয়ে গেছে। পাশাপাশি প্রেক্ষাগৃহে ২০২৬-এর ৩ এপ্রিল মুক্তি পেতে চলেছে এই ছবি, জানালেন সে কথাও।
'আওয়ারাপান টু'-এর প্রথম ঝলকে সিনেমার বিখ্যাত হৃদয়স্পর্শী মুহূর্তগুলোর ঝলক দেখা যায়। যেখানে শুরুতেই দেখা যায়, ইমরান অভিনীত জনপ্রিয় চরিত্রটি একটি নৌকার উপর দাঁড়িয়ে শহরের স্কাইলাইনের সামনে সূর্যাস্তের দিকে তাকিয়ে আছেন। পাশাপাশি, তিনি খাঁচা থেকে একটি ছোট্ট পাখিকে মুক্ত করে দিচ্ছেন। নেপথ্য থেকে শোনা যাচ্ছে তারই বলা শক্তিশালী সংলাপ— “কারও জীবনের জন্য জীবন উৎসর্গ করতে পারাই আমার নিয়তি।”
টিজারের একেবারে শেষে পর্দায় ভেসে ওঠে, ‘আওয়রাপান টু: দ্য জার্নি কন্টিনিউজ’। পুরো ঘোষণা ও মুহূর্তটিকে আরও নস্ট্যালজিক করে তোলে নেপথ্য থেকে ভেসে আসা আওয়রাপান -এর সেই জনপ্রিয় গান ‘তেরা মেরা রিশতা’।
ইমরানের এই ঘোষণার পর ভক্তদের উচ্ছ্বাসে মাতোয়ারা সোশ্যাল মিডিয়া। ভক্তরা ভালোবাসা ও শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন ইমরানকে। এই তালিকায় রয়েছেন 'স্কাই ফোর্স'-এর অভিনেতা বীর পাহাড়িয়া-ও। লাল হৃদয়ের ইমোজি দিয়ে ইমরানের পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।
অন্যদিকে, “জন্মদিনের উপহার দিয়ে দিলেন ইমরান! বহু প্রতীক্ষিত সিনেমা, অবশ্যই হলে গিয়ে দেখব!”, “দারুণ! আর অপেক্ষা করতে পারছি না!”-এরকম সব মন্তব্যে পোস্টার কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন ইমরান-ভক্তরা।
এনএইচ