শোরুম উদ্বোধনে গিয়ে হামলার মুখে অভিনেত্রী, বেঁধে রাখার অভিযোগ

ভারতের শোবিজ অঙ্গনে ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। বিশেষ আমন্ত্রণে নিজ শহর ছেড়ে হায়দেরাবাদে গিয়েছিলেন এক বলিউড অভিনেত্রী। উদ্দেশ্য ছিল, একটি বিপণি বিতানের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বিজ্ঞাপন
কিন্তু হায়দেরাবাদে গিয়েই অভিনেত্রীকে পড়তে হলো এক বড় বিপদের মুখে! মধ্যরাতে ডাকাতের হামলার শিকার হন তিনি, বেঁধে রাখা হয় বলেও অভিযোগ।
ভারতীয় একাধিক গণমাধ্যমের খবর, ঘটনার পর অভিযোগ দায়ের করেছেন সেই অভিনেত্রী। অভিযোগ সূত্রে জানা যায়, হায়দেরাবাদের একটি হোটেলে রাতে অবস্থান করছিলেন ওই অভিনেত্রী। সেখানে অজ্ঞাত কয়েকজন অভিনেত্রীর কক্ষে প্রবেশ করে। তাদের মধ্যে দু’জন নারী ছিলেন বলেও দাবি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
অভিনেত্রী অভিযোগে আরও বলেন, তিনি তখন ঘুমাচ্ছিলেন, সেই সময় দুই নারী ও দুই তরুণ তার সঙ্গে অনৈতিক কিছু ঘটানোর ইঙ্গিত দেন। তাতে রাজি না হলে হাত-পা বেঁধে সমস্ত টাকা পয়সা, সোনার গহনা হাতিয়ে নেয়। অভিনেত্রী জানান, তার ব্যাগ থেকে মোট ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়ে পালায় তারা।
বিজ্ঞাপন
এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, চলছে জিজ্ঞাসাবাদ। কে বা কারা এই ঘটনার পেছনে ছিল তা খুঁজে বের করার জন্য তৎপর রয়েছে পুলিশ। সঙ্গে হায়দেরাবাদের নিরাপত্তা নিয়েও বিতর্ক শুরু হয়েছে।
সূত্র : নিউজ এইট্টিন, হিন্দুস্থান টাইমস
ডিএ