প্রাক্তনের ছবি পোস্ট দিয়েই ডিলিট, বিতর্ক এড়িয়ে গেলেন অভিনেত্রী!

শোনা যায়, একসময় তুমুল প্রেম ছিল ওপার বাংলার পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী পায়েল সরকারের। বর্তমানে একই এলাকার বাসিন্দা হলেও তাদের সেই ঘনিষ্ঠতা আর নেই। এদিকে রোববার রাতে হঠাৎ করেই রাজের সঙ্গে এক ছবি শেয়ার করলেন পায়েল। কিন্তু ছবি প্রকাশ করেই তা মুছে দিলেন অভিনেত্রী। আর তা নিয়েই শোরগোল নেটিজেনদের মাঝে।
বিজ্ঞাপন
সম্প্রতি টালিউডের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে রাজ ও পায়েল দু'জনেই হাজির ছিলেন। পায়েল পুরস্কার পান। রাজ সেই পুরস্কার তার হাতে তুলে দেন। সেই ছবিই সামাজিক মাধ্যমে শেয়ার করেন পায়েল।
ছবি মুছে দেওয়ার কারণ এক মুঠবার্তায় জিজ্ঞাসা করে ভারতের একটি গণমাধ্যম। জবাবে পায়েল বলেন, 'আমি এখন অন্য কাজে ব্যস্ত আছি, পরে ফোন করছি।'
বিজ্ঞাপন
আরও পড়ুন
যদিও সেই গণমাধ্যমের দাবি, এরপর আর ফোন কল ব্যাক করেননি পায়েল। তাই ধারণা করা যাচ্ছে, প্রাক্তন-বিতর্ক এড়াতেই এই বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকলেন পায়েল।
বিজ্ঞাপন
শোনা যায়, রাজের জীবনে মিমির এন্ট্রির আগেই জায়গা করে নিয়েছিলেন পায়েল। এসেছিল ‘প্রেম আমার’, ‘লে ছক্কা’ থেকে ‘বোঝে না সে বোঝে না’র মতো ছবি। তবে ইন্ডাস্ট্রি বলে, 'বোঝে না সে বোঝে না'র সেটেই নাকি হিসেবে খানিক গড়মিল হয়ে যায়। রাজ হয়ে পড়েন মিমিতে আসক্ত। পায়েলের সঙ্গেও সম্পর্ক আর থাকে না। রাজ এই মুহূর্তে শুভশ্রীকে বিয়ে করে সংসারী। অন্যদিকে পায়েল এখনও বিয়ে করেননি। রিলেশনসিপ স্টেটাস জানতে চাইলে তার দাবি, তিনি নাকি এখনও সিংগেল।
ডিএ