তামান্না-বিজয় আমার বাবা-মায়ের মতো, বললেন রাভিনাকন্যা

দু’বছর একসঙ্গে থাকার পর বিচ্ছেদের পথে হেঁটেছেন তামান্না ভাটিয়া ও বিজয় বর্মা। তবে বিচ্ছেদের পরেও বন্ধুত্ব বজায় রাখবেন বলেও জানিয়েছিল এক সূত্র। এ বিষয়ে অবশ্য কোনও মন্তব্য করেননি তামান্না বা বিজয়ের কেউই।
বিজ্ঞাপন
তারকা জুটির প্রেমের সম্পর্কে ভাঙনের পর অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের কন্যা রাশা ট্যান্ডনের এক মন্তব্য নতুন করে ভাবাচ্ছে ভক্ত-অনুরাগীদের।
রাশা ও তামান্নার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কিছুদিন আগেই একসঙ্গে রঙের খেলায় মেতেছিলেন দু'জনে। সেই পার্টিতে ছিলেন বিজয় বর্মাও।
বিজ্ঞাপন
এবার রাভিনা ট্যান্ডন কন্যা রাশা জানালেন, তামান্না-বিজয় নাকি তার বাবা-মায়ের মতো। এক সক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, ‘তামান্না ও বিজয় আমার গড পেরেন্ট।’
বিজ্ঞাপন
কর্মজগতে ও ব্যক্তিগত জীবনে তারকা জুটি নাকি রাশাকে পরামর্শ দেন। রাশার প্রথম ছবি নিয়েও বেশ উত্তেজিত ছিলেন তামান্না। একটি ভিডিওতে রাভিনাকন্যার সঙ্গে ‘উই আম্মা’ গানে তাকে নাচতেও দেখা গিয়েছিল।
আরও পড়ুন
এক জন্মদিনের অনুষ্ঠান থেকে তামান্নার সঙ্গে রাশার বন্ধুত্ব হয়েছিল বলে জানিয়েছেন তারকা-সন্তান নিজেই। তার পর থেকেই তামান্নাও বিজয় নাকি তার ‘বাবা-মা’ হয়ে উঠেছেন।
উল্লেখ্য, ‘লাস্ট স্টোরিজ ২’ ছবির শুটিং থেকে প্রেম শুরু হয়েছিল তামান্না ও বিজয়ের। তারপরে বিভিন্ন সময়ে একসঙ্গে ঘুরে বেড়াতে দেখা গেছে এই জুটিকে।
তবে সমস্যার সূত্রপাত হয় তামান্না বিয়ের জন্য জোর দিলে। বিজয় নাকি এখনই বিয়ে করে থিতু হতে চান না। তবে তামান্না চান এখনই বিয়ে করতে। সে কারণেই এই জুটির বিচ্ছেদ ঘটেছে।
এনএইচ