কলেজ জীবনের প্রেম, পরিণাম কারাগার-পাগলা গারদ!

কলেজ জীবনে প্রেম হয়তোবা অন্য সময়ের প্রেমের চেয়ে খানিকটা যেন আলাদাই। এ সময়টাতে প্রেম তো থাকেই, এর মাঝে লুকিয়ে থাকে বিশাল এক পাগলামি; যা একপর্যায়ে গিয়ে প্রকাশ পায়। আবার প্রেম যতো খাঁটি হয়, পাল্লা দিয়ে যেন থাকে বিরহ-ও!
বিজ্ঞাপন
এমন দুর্বার প্রেমের গল্পেই নির্মিত হলো ঈদের বিশেষ নাটক ‘অবুঝ প্রেম’। যেখানে সেই প্রেমিক-প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও নাজনীন নিহা।
সিএমভি’র ব্যানারে তৈরি এই নাটকের চিত্রনাট্য ও নির্মাণ করেছেন মুহাম্মদ মিফতাহ্ আনান। ইয়াশ-নিহা ছাড়াও আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, জয়নাল জ্যাক এবং আরও অনেক জনপ্রিয় মুখ।
বিজ্ঞাপন
আরও পড়ুন
নাটকটি ইয়াশ-নিহার দুটি ভিন্ন লুক ও চরিত্র থাকছে। যেমন একদিকে কলেজ জীবনের চিরচেনা গেটআপ, অন্যদিকে কারাগার ও পাগলা গারদের পোশাকে! এই দুটি চ্যালেঞ্জিং শর্তে তারা নিজেকে উপস্থাপন করেছেন।
বিজ্ঞাপন
বলা বাহুল্য, কলেজ জীবনের প্রেম—এটি এমন একটি অনুভূতি, যা সব বাধা অতিক্রম করার ক্ষমতা রাখে। হৃদয়ের এক গভীর জায়গা থেকে, যেখানে অনুভূতিগুলো একে অপরকে হার মানিয়ে এগিয়ে চলে। ‘অবুঝ প্রেম’-এর গল্পেও কলেজ জীবনে প্রেমের পরিণাম কারাগার-পাগলা গারদে নিয়ে যাবে কি না, সেটিই এখন দেখার অপেক্ষা।
এবারের ঈদ আয়োজনে সিএমভি’র ব্যানারে মুক্তি পাচ্ছি ২০টি নাটক। প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, চাঁদরাত থেকে বিশেষ এই নাটকগুলো ধারাবাহিকভাবে উন্মুক্ত হতে থাকবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।
ডিএ