‘ক্যাটরিনা একের পর এক সন্তান জন্ম দিতেন, এটাই ওর জন্য ভালো কাজ’

বলিউডের ভাইজান সালমান খান। গ্য়াংস্টারদের কুনজরে থাকলেও, তিনি বরাবরই বলিপাড়ার বিন্দাস নায়ক। যার ব্যক্তিজীবন নিয়ে কম আলোচনা হয় না।
বিজ্ঞাপন
বড় পর্দায় অ্যাকশন অবতারে দেখা মিললেও, সালমান কিন্তু রসিক মানুষ। তার প্রমাণ মেলে ২০১৯ সালের একটি টক শো অনুষ্ঠানে। যেখানে ক্যাটরিনাকে নিয়ে এমন রসিকতা করেন সালমান, যা দেখে খোদ অভিনেত্রীও হতবাক হয়ে যান।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। ২০১৯ সালে ভারত ছবির প্রোমোশনে একটি টক শোতে হাজির হয়েছিলেন সালমান। সঙ্গে ছিলেন ক্যাটরিনাও। সেখানে সঞ্চালক সালমানকে জিজ্ঞাসা করেন, যদি ক্যাটরিনা অভিনেত্রী না হতেন, তাহলে তাকে কোন পেশায় মানাত?
বিজ্ঞাপন
জবাবে সালমান বলে ফেলেন, ‘ক্য়াটরিনা বিয়ে করত এবং একের পর এক সন্তান জন্ম দিত! এটাই ওর জন্য সবচেয়ে ভালো কাজ।’
এসময় পাশে বসে থাকা ক্যাটরিনা সালমানকে শুধরে দিয়ে বলেন, ‘সঞ্চালক পেশার কথা বলছেন, যেমন, ডাক্তার বা ইঞ্জিনিয়ার!’
বিজ্ঞাপন
অভিনেত্রীর এই কথাও দমাতে পারেনি সালমানকে। ভাইজান এরপরে বলে ওঠেন, ‘পৃথিবীর সবচেয়ে কঠিন কাজই হল মায়ের। সংসার করা সবচেয়ে গুরুত্বপূর্ণ পেশা। যার কোনও পারিশ্রমিক হয় না।’
আগের মন্তব্যে সবাই অবাক হলেও পরবর্তীতেই পরিস্থিতি সামলে নেন সালমান। ক্যাটরিনা যে মা হিসেবে বেশ ভালো হবেন, সেটাই পরিষ্কার করেন তিনি।
এনএইচ