প্রথমবার গৌরীকে নিয়ে প্রকাশ্যে আমির খান

২৫ বছরের পরিচিতির পর গত একবছর থেকে বান্ধবী গৌরী স্প্রাটের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। দীর্ঘদিন ধরেই চলছিল জল্পনা, সব চর্চার অবসান ঘটিয়ে নিজের মুখেই প্রেমের কথা স্বীকার করেছেন এ অভিনেতা।
নতুন প্রেমিকার কথা প্রকশ্যে আনার পর থেকেই তিনি আপাতত চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তার প্রেমের খবর জানাজানি হওয়ার পর মঙ্গলবার মুম্বাইয়ে প্রেমিকা গৌরীর সঙ্গে প্রথম প্রকাশ্যে আসেন আমির খান। মুম্বাইয়ের এক্সেল অফিসে প্রথমবার এ জুটির ছবি তোলে পাপারাজ্জিরা।
মঙ্গলবার মুম্বাইয়ে এক্সেল এন্টারটেইনমেন্টের অফিসের ঠিক বাইরে আমির ও গৌরীকে দেখতে পাওয়া যায়। গৌরী যখন অফিস থেকে বের হচ্ছিলেন, তখন বাইরে অপেক্ষা করছিলেন আমির।
আরও পড়ুন
পাপারাজ্জিদের দিকে তিনি আন্তরিকভাবে হাত নাড়েন। পাপারাজ্জিদের তোলা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, গৌরী গাড়িতে উঠছেন। দূর থেকেই তাকে ভিডিওবন্দি করা হয়। গৌরী অবশ্য মিডিয়ার সঙ্গে কথাবার্তা বলতে চাননি, নিজেকে সংবাদমাধ্যমের থেকে দূরে রাখতেই চেয়েছিলেন।
এদিন আমিরকে ঢিলেঢালা কালো প্যান্টের সঙ্গে একটি স্টাইলিশ প্রিন্টেড কুর্তায় দেখা যায় তাকে, অন্যদিকে গৌরীকে ধূসর ট্রাউজারের সঙ্গে একটি সুতির সাদা শার্টে দেখা গিয়েছে।
প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনে এর আগে আমির খান প্রথমে রিনা দত্ত ও পরে কিরণ রাওকে বিয়ে করেছিলেন। এই দুজনের সঙ্গেই তার আইনত ডিভোর্স হয়ে গিয়েছে।
এমআইকে