৩ হাজার শিশুর জীবন বাঁচিয়েছেন গায়িকা পলক মুচ্ছাল

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী পলক মুচ্ছাল। নিজের অনন্য ব্যক্তিত্বের জন্য প্রশংসায় এসেছেন বহুবার। শুধু কি তাই? এই তারকা সুরের মূর্চ্ছনায় কাবু করে দেওয়ার পাশাপাশি মানবতার ফেরিওয়ালা হয়েও কাজ করেছেন।
বিজ্ঞাপন
পলকের বয়স যখন মাত্র সাত বছর, কার্গিল যুদ্ধে আহত সেনাদের চিকিৎসার জন্য রাস্তায় গান গেয়ে ২৫ হাজার রুপি সংগ্রহ করেছিলেন। একই বছর উড়িষ্যার বিধ্বংসী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তায় তিনি সংগৃহীত অর্থ পৌঁছে দেন। এরপর এক স্কুলছাত্রের হার্ট সার্জারির জন্য মাত্র আট বছর বয়সে গান গেয়ে ৫১ হাজার রুপি তুলেছিলেন। তার এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ড. দেবী শেঠি বিনামূল্যে অস্ত্রোপচার করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এরপর থেকেই শুরু হয় এক দীর্ঘ মানবসেবার যাত্রা। দুঃস্থ শিশুদের চিকিৎসার জন্য ‘দিল সে দিল তক’ নামে উদ্যোগ নেন পলক। স্টেজ শো করে অর্থ সংগ্রহ করতে থাকেন, যার মাধ্যমে বহু শিশুর হার্ট সার্জারি সম্পন্ন হয়। ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে তিনি প্রায় ১ কোটি ২০ লক্ষ রুপি সংগ্রহ করেন এবং ২৩৪টি শিশুর জীবন বাঁচান।
২০১১ সালে তৈরি হয় ‘পলক মুচ্ছল হার্ট ফাউন্ডেশন’। আজ পর্যন্ত সংগৃহীত অর্থ দিয়ে ৩,০০০-রও বেশি শিশুর হার্ট অপারেশন করানো হয়েছে। বলিউডে একের পর এক হিট গান উপহার দেওয়া এই গায়িকার কাছে কনসার্ট মানে শুধুই গান নয়, বরং আরও কিছু শিশুর জীবন বাঁচানোর সুযোগ। পলকের এই মহান উদ্যোগ তাকে সত্যিকারের নায়িকা করে তুলেছে, যদিও প্রচারের আলোয় তিনি খুব বেশি আসেন না। তবু তার এই মানবসেবা ভারতের সংগীত ও মানবতার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
ডিএ