রণবীরের মতো দয়ালু মানুষ দেখিনি : রবি দুবে

পরিচালক নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবিতে রাম ও সীতার চরিত্রে অভিনয় করছেন যথাক্রমে রণবীর কাপুর ও সাঁই পল্লবী। এদিকে লক্ষ্মণ হিসেবে পর্দায় হাজির হবেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা রবি দুবে। তা ক্যামেরার পিছনে মানুষ হিসেবে কেমন রণবীর? সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে খোলামেলা কথা বলেছেন রবি।
সাক্ষাৎকারে রবি দুবের বলেন, ‘রণবীর অসম্ভব দয়ালু। তার মতো এত দয়ালু ও নরম স্বভাবের মানুষ নিজের জীবনে আর দু’টি দেখিনি। তার উপর যেমন ভদ্র তেমন নম্র। একটা কথা এখানে বলতে চাই, যখন কেউ হঠাৎ করে আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়ে যায়, তারা যেখানে যায় সম্মান পান, ভালোবাসা পান।’
আরও পড়ুন
‘ফলে স্বভাবতই তাদের নিজের কাজের প্রতি দায়িত্ব বেড়ে যায় কয়েকশো গুণ। সেই সঙ্গে তারা অলিখিত সুবিধা পান নিজেকে ইচ্ছেমতো মানুষের সামনে পেশ করার। অনেক তারকা সেসব করতে বেশ আনন্দই পান। কিন্তু রণবীর এমন না।’
তার কথায়, ‘আজও সব মানুষের প্রতি তার ব্যবহার সমান থাকে, সবার সঙ্গে তার নম্র ব্যবহার চোখ টানতে বাধ্য। নিজের কাজকে আজও যেভাবে গুরুত্ব দেন তা অভাবনীয়। শুটিংয়ের প্রতিটি ছোট ছোট বিষয়ে তার লক্ষ্য থাকে। আমার কাছে রণবীর ভাই সত্যিই একজন বড় দাদার মতো। তাকে যেমন শ্রদ্ধা করি ততটা ভালোবাসি।’
প্রসঙ্গত, ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’ অবলম্বনে তৈরি হতে চলেছে এই ছবি। খবর প্রকাশ্যে এসেছিল অনেক আগেই। তবে ছবি ঘোষণার পর থেকে একাধিক বার নানা কারণে পিছিয়ে গিয়েছিল কাজ। শেষমেশ গত নভেম্বরে সামাজিক যোগাযোগ মাধ্যমে রামায়ণ ছবির পোস্টার ভাগ করে নিয়েছেন প্রযোজক নমিত মলহোত্র।
এমআইকে