১৯৭৫ সালের শোলের টিকিট ভাইরাল, ৫০ বছর আগে দাম কত ছিল?

১৯৭৫ সালে মুক্তি পেয়েছিল অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র অভিনীত শোলে সিনেমা। সেই সময়ের একটি টিকিট সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কত করে টিকিটের দাম ছিল আজ থেকে ৫০ বছর আগে?
রমেশ সিপ্পির বানানো ছবিটি আজও কালজয়ী হয়ে আছে ভারতজুড়ে। কেবল সিনেমাই নয়, প্রতিটা চরিত্র, গান, সংলাপ সবই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ভক্তদের কাছে।
আজ এত বছর পরেও সেগুলো মানুষের মুখে মুখে। সম্প্রতি শোলে ছবি যখন ৫০ বছর পূর্ণ করল তখন ১৯৭৫ সালের সিনেমাটির একটি টিকিটের ছবি প্রকাশ্যে এলো।
সেই সময় সিনেমার টিকিটের দাম কত ছিল জানেন? আজ যেখানে ৩০০-৪০০ টাকা কোনও ব্যাপার নয়। তখন সেই সময় টিকিটের দাম ছিল মাত্র ১.৫ থেকে ৩ টাকা! হ্যাঁ, একদম তাই।
লোয়ার স্টলের টিকিটের দাম ছিল দেড় টাকা থেকে ২ টাকা। মিডল স্টলের দাম ছিল আড়াই টাকা। আর ব্যালকনির দাম ছিল ৩ টাকা।
জানা গেছে, শোলে সিনেমায় ২০ লাখ টাকা রমেশ সিপ্পি খরচ করেছিলেন অভিনেতাদের জন্য। ধর্মেন্দ্র সেই সময় ছবিটির জন্য দেড় লাখ টাকা পান। ঠাকুরের চরিত্রে অভিনয় করার জন্য সঞ্জীব কুমার পান এক লাখ পঁচিশ হাজার এবং অমিতাভ বচ্চন মাত্র ১ লাখ টাকা পেয়েছিলেন জয়ের চরিত্রের জন্য।
আরও পড়ুন
আমজাদ খান অর্থাৎ যাকে সবাই গব্বর সিং বলেই চেনেন তিনি পঞ্চাশ হাজার আর হেমা মালিনী ৭৫ হাজার টাকা পেয়েছিলেন। জয়া বচ্চন মোটে ৩৫ হাজার টাকা পেয়েছিলেন এই ছবির জন্য।
১৯৭৫ সালে ৩৫ কোটি টাকা আয় করে সেই বছরের সবচেয়ে বেশি ব্যবসা করা সিনেমা হয়েছিল শোলে। টানা ৫ বছর হল দাপিয়েছিল এই ছবি। মুম্বাইয়ের মিনার্ভা থিয়েটারে প্রায় ২৮৬ সপ্তাহ চলেছিল ছবিটি।
তবে শুরুর দিকে যখন সিনেমাটি যখন মুক্তি পায় তখন নাকি হল একদম ফাঁকা থাকতো। লোক হতো না। পরে যখন ছবির দুটো গান জাব তাক হ্যায় জান আর কই হাসিনা জনপ্রিয়তা পায় তখন ধীরে ধীরে এই ছবি দেখতে হলে ভিড় জমাতে শুরু করেন মানুষ।
এনএইচ