‘আশিকি থ্রি’র শুটিংয়ের বিষয়ে যা বললেন পরিচালক

নেটিজেনদের মাঝে অনেকদিন থেকে ‘আশিকি থ্রি’ সিনেমার বিষয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। অনুরাগীরাও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। অবশেষে পরিচালক অনুরাগ বসু ‘আশিকি থ্রি’ সিনেমার শুটিংয়ের দিনক্ষণ ঘোষণা করেছেন। মার্চ থেকেই শুরু হবে শুটিং।
বিজ্ঞাপন
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ‘আশিকি টু’ ছিল আদিত্য রায় কাপুরের, আর সিক্যুয়েলে বলিউডের অন্যতম ‘হ্যান্ডসাম হ্যাঙ্ক’ কার্তিক আরিয়ান। ‘আশিকি থ্রি’তে ভালোবাসার এক অপরূপ কাহিনি ফুটে উঠবে বলে আশা পরিচালকের। এ সিনেমায় নায়ক কার্তিক আরিয়ান, নায়িকার নাম এখনও প্রকাশ করেনি পরিচালক।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক এই সিনেমা নিয়ে কিছু কথা শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, ‘২০২২ সালে ‘আশিকি থ্রি’ ছবির পরিকল্পনা করা হয়। কার্তিক আরিয়ান এ ছবির নায়ক। তবে বিভিন্ন কারণে কারণে কাজ শুরু হচ্ছিল না। এবার প্রি-প্রোডাকশন চলছে, মার্চে শুটিং শুরু হবে।’
‘আশিকি থ্রি’র নায়িকার বিষয়ে পরিচালকের ভাষ্য, ‘সেটা এখনও ঠিক হয়নি। ঠিক হলে সকলকে জানাব।’ নায়িকা হিসেবে প্রথমে অনুরাগের এই ছবিতে কাজ করার কথা ছিল ‘অ্যানিম্যাল’ খ্যাত তৃপ্তি দিমরির। কিন্তু পরে শোনা যায়, তিনি ছবিটি করছেন না।
বিজ্ঞাপন
কেউ কেউ বলেন, সিনেমার নায়িকার চরিত্রটা এদেশের সাধারণ ঘরের মেয়েদের মতো। তাতে তৃপ্তি ঠিক মানানসই হতেন না। তবে একথা যে সত্যি নয়, তা জানিয়েছেন পরিচালক। তবে একটা বিষয় খটকা থেকেই যায়। মার্চে শুটিং শুরু হবে, এখনও কি সত্যিই নায়িকা খুঁজে পাননি অনুরাগ?
এমআইকে