শুটিংসেটে-মেকআপ রুমে ভিডিও বানানো নিয়ে সতর্ক করলেন নিলয় আলমগীর

ছোট পর্দায় দীর্ঘ সময়ের ক্যারিয়ার অভিনেতা নিলয় আলমগীরের। মডেলিং ও বিজ্ঞাপন দিয়ে শুরু করলেও, পরে টিভি পর্দায় চুটিয়ে কাজ করেছেন তিনি। যে কারণে এক দশকেরও বেশি সময় ধরে নিজের অবস্থান ধরে রেখেছেন ইন্ডাস্ট্রিতে।
অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় নিলয়। যেখানেমাঝে মধ্যেই ক্যারিয়ার ও ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি।
তারই ধারাবাহিকতায় এবার শুটিং ইউনিটের সদস্যদের প্রতি একটি সতর্কবার্তা দিয়েছেন তিনি। বুধবার (৩০ জানুয়রি) ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টে শুটিং, মেকআপ রুমে রিলস ও ভিডিও তৈরি করতে নিষেধ করেছেন নিলয় আলমগীর।
আরও পড়ুন
ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমার সব সম্মানিত ডিরেক্টর, ডিওপি, কো-আর্টিস্ট, মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফার, লাইট গ্যাফার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, প্রোডাকশন টিম, ক্যামেরা টিম, চ্যানেল কর্তৃপক্ষ এবং শ্যুটিং সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা যাচ্ছে যে― এখন থেকে শ্যুটিং চলাকালীন বা শ্যুটিংয়ের বিরতিতে সেটে বা মেকআপ রুমে কোনো বিটিএস, রিলস, শর্টস বা কোনো ধরনের ভিডিও করবেন না। ধন্যবাদ।’
প্রসঙ্গত, ২০০৯ সালে ফেয়ার অ্যান্ড লাভলী সুপারহিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন নিলয় আলমগীর। এরপর টিভি পর্দায় অভিষেক হয় তার। পরবর্তীতে মাসুদ কায়নাত পরিচালিত ‘বেইলি রোড’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় ডেবিউ করেন তিনি।
সবশেষ ২০১৪ সালে ‘অল্প অল্প প্রেমের গল্প’ সিনেমায় দেখা গেছে তাকে। এরপর আর বড় পর্দায় দেখা যায়নি তাকে। ছোটপর্দাতেই কাজ করে যাচ্ছেন এ অভিনেতা।
এনএইচ