শাহরুখ-সালমানের দুর্ব্যবহারে অতিষ্ঠ পরিচালক

রাকেশ রোশনের পরিচালনায় ‘কারান অর্জুন’ সিনেমাতে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও সালমন খান। তবে শুটিংয়ের সময়ে এ তারকাদের দুর্ব্যবহারে অতিষ্ঠ হয়েছিলেন রাকেশ। সম্প্রতি মুক্তি পেয়েছে তথ্যচিত্র সিরিজ ‘দ্য রোশনস’। সেখানেই শাহরুখ ও সালমানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন তিনি।
পরিচালক বলেন, ‘সব ছবিতেই আমি নিশ্চিন্তে কাজ করেছি। শুধু ‘কারান অর্জুন’ ছবিতে প্রথম থেকেই সমস্যা লেগে থাকত। এক এক দিন ভাবতাম, কেন এসব ঘটছে, তবুও মেনে নিতাম।’
আরও পড়ুন
তার কথায়, ‘প্রতিদিন সকালে প্রার্থনা করতাম, আমি যেন মেজাজ না হারিয়ে ফেলি। এই ছেলে দুটো (শাহরুখ-সালমন) অপরিণত। ওরা যেমন আচরণ করছে করুক। আমার যেন মাথা গরম না হয়। আমার কাজটা যেন সম্পূর্ণ হয়। নির্দিষ্ট দিনের মধ্যেই সেই ছবির কাজ শেষ করেছিলাম।’
ছবির গল্প নিয়ে কোনও আগ্রহই ছিল না সালমন ও শাহরুখের। পরিচালকের ভাষ্য, ‘ওদের কোনও আগ্রহই ছিল না। মনে আছে, একদিন একটা দৃশ্যের শুটিংয়ের সমস্ত কিছু প্রস্তুত হয়ে গিয়েছে। কিন্তু তাদের দেখা নেই। একেবারে শেষ মুহূর্তে তারা এসেছে এবং তাড়াহুড়ো করে শুটিং করল।’
প্রসঙ্গত, এই ছবির গল্পের উপর কোনও বিশ্বাসই ছিল না শাহরুখ ও সালমানের। এমনকি এই তথ্যচিত্রে শাহরুখ নিজেই স্বীকার করেছেন, তিনি সেই সময় দুর্ব্যবহার করতেন। সেই জন্য নাকি রাকেশ রোশনের স্ত্রীর কাছে বকা খেয়েছিলেন বাদশাহ ও ভাইজান।
এমআইকে