অঞ্জনার কথিত সন্তানকে ৩ দিনের আল্টিমেটাম দিলেন ডি এ তায়েব
চলচ্চিত্রের সোনালি দিনের নায়িকা অঞ্জনা রহমানের মৃত্যু নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। প্রথমে এই তারকার মৃত্যু স্বাভাবিক মনে হলেও তার মরদেহ দাফনের আগে শরীরে আঘাতের চিহ্ন দেখতে পাওয়ায় রহস্যের সৃষ্টি হয়েছে।
এরপর থেকেই অঞ্জনার কথিত সন্তান নিশাত মনিকে নিয়ে সন্দেহের জাল সৃষ্টি হয়েছে নায়িকার সহকর্মী ও আত্মীয়স্বজনদের মাঝে। অনেকেই অভিযোগ করেছেন, অঞ্জনার ওপর নির্যাতন চালিয়েছেন মনি।
বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন অঞ্জনার বোন রঞ্জনা। রোববার (১২ জানুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে অভিনেত্রীর মৃত্যু রহস্য উন্মোচন এবং সম্পদের হিসাব চেয়ে বিচার জানিয়েছেন তিনি।
অভিযোগ নিয়ে সমিতির সভাপতি মিশা সওদাগর কার্যনির্বাহী পরিষদ এবং বরেণ্য অভিনেতা আলমগীরের উপস্থিতিতে তাৎক্ষণিক মিটিং করে কথিত ছেলে, জামাই ও ড্রাইভারকে সম্পদের হিসাব এবং অবহেলা নিয়ে ৩ দিনের আল্টিমেটাম দিয়েছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানিয়েছেন সমিতির মুখপাত্র এবং সহ-সভাপতি ডি এ তায়েব।
তায়েব বলেন, অভিযোগ আমলে নিয়ে ৩ দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসাবাদে অনেক কিছু ঘোলাটে লাগছে। মনি, ড্রাইভারের নাম ও আইডি কার্ডে কোনো মিল নেই। পুরো বিষয়টি রহস্যজনক। ৩ দিনের মধ্যে কথিত সন্তান মনি এবং রিপন পুরো বিষয় নিয়ে মুখ না খোলে তখন আইনিভাবে বিষয়টি দেখা হবে।
এদিকে অভিযোগ প্রসঙ্গে নিশাত মনি বলেন, আমি ৩ দিনের মধ্যে শিল্পী সমিতিতে সব হিসেব জমা দেব। আমি যদি অপরাধী প্রমাণিত হই, তাহলে আইন অনুযায়ী শাস্তি মেনে নেব।
এনএইচ