আবারও একফ্রেমে মিঠুন-শাশ্বত, রয়েছে চমক
টলিউড এবং বলিউডে ব্যাপক পরিচিতি পেয়েছেন মিঠুন চক্রবর্তী ও শাশ্বত চ্যাটার্জি। দুই অভিনেতার দাপুটে অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছে। বলিউডে ‘ডিস্কো ডান্সার’ হিসেবে পরিচিত মিঠুন। অন্যদিকে একের পর এক ছবি, ওয়েব সিরিজে নিজের দক্ষতা জানান দিচ্ছে শাশ্বত চ্যাটার্জি।
বিজ্ঞাপন
এদিকে গত বছর দুর্গাপূজায় মুক্তি পেয়েছিল পথিকৃৎ বসুর পরিচালিত ছবি ‘শাস্ত্রী’। সেখানে মুখ্য ভূমিকায় দেখা অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায় ও সোহম চক্রবর্তীকে। গল্পে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন শাশ্বত চ্যাটার্জিও। যদিও বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
‘শাস্ত্রী’র পর একফ্রেমে দেখা গেল মিঠুন-শাশ্বতকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায়, নামাশি চক্রবর্তী, শাশ্বত চ্যাটার্জি ও মিঠুন হাসিখুশি খোশ মেজাজে ধরা দিয়েছে।
ভারতীয় গণমাধ্যমে এক প্রতিবেদনে বলা হয়, আবারও বলিউডে পাড়ি দিচ্ছেন মিঠুন-শাশ্বত। সঙ্গে থাকছেন নামাশিও। বড়পর্দায় তিন তারকাকে দেখা যাবে একফ্রেমে।
বিজ্ঞাপন
এই বিষয়ে শাশ্বত চ্যাটার্জি গণমাধ্যমকে জানান, এখনই কিছু খোলসা করে বলতে পারবেন না। তবে পর্দায় একসঙ্গে কাজ করছেন তারা এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এমআইকে