বারান্দা থেকে ভিডিও শেয়ার করে আতঙ্কিত প্রিয়াঙ্কা
যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডস এলাকা। লেলিহান আগুনে জ্বলেছে হলিউডের তারকাদের বাড়িও। ক্ষতিগ্রস্ত প্যারিস হিলটন, অ্যান্থনি হপকিনস্ ম্যান্ডি মুরেরা। লস অ্যাঞ্জেলেসের দাবানল নিয়ে হলিউডের তারকারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন।
প্রিয়াঙ্কা চোপড়া নিজেও এখন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। বিগত কয়েক বছর ধরেই লস অ্যাঞ্জেলসে নিক জোনাসের সঙ্গে রয়েছেন। পাশাপাশি হলিউডেও তিনি বেশ পরিচিত মুখ।
বুধবার রাতে তার বেভারলি হিলসের বাংলো বাড়ির বারান্দা থেকে যে দৃশ্য ক্যামেরাবন্দি করলেন অভিনেত্রী, তা দেখে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে নেটিজেনরা বেশ আতঙ্কিত হয়েছে।
আরও পড়ুন
বিধ্বংসী দাবানলে ক্ষতিগ্রস্ত ক্যালিফোর্নিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে একাধিক ইনস্টাগ্রামে স্টোরি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। সেখানেই তার প্রার্থনা, ‘রাতে যেন আমরা সকলে সুরক্ষিত থাকি।’
অভিনেত্রীর আরও বলেন, ‘এই দাবানল থামাতে যারা প্রথম থেকে লড়াই করছেন। দিন রাত এক করে যারা কাজ করে চলেছেন এবং ক্ষতিগ্রস্তদের পরিবারকে অনবরত সাহায্য করে চলেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ।’
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্চেলসে ভয়াবহ দাবানলে পুড়ছে ঘরবাড়িসহ সবকিছু। আগুনের ভয়াবহতা থেকে বাঁচতে সেখান থেকে পালাচ্ছেন সাধারণ মানুষ। সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলস টাইমস জানিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতে ১০০ কিলোমিটার গতিতে বাতাস বইতে থাকে। এতে তিনটি বড় দাবানলের শক্তি বৃদ্ধি পায়। আগুনে দগ্ধ হয়ে এখন পর্যন্ত অন্তত পাঁচজন নিহত হয়েছেন।
এমআইকে