ফারাহর কঠিন সময়ে যেভাবে পাশে ছিলেন শাহরুখ
ভারতের খ্যাতনামা কোরিওগ্রাফার, পরিচালক ও প্রযোজক ফারাহ খান বলিউডের অন্যতম জনপ্রিয় নাম। বলিউড কিং শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী খানের সঙ্গে ফারাহর সম্পর্ক কেমন, তা অনেকেরই হয়তো জানা। ফারাহর সঙ্গে শাহরুখের প্রথম কাজ ছিল ২০০৪ সালের 'ম্যায় হুঁ না' ছবিতে। তারপর থেকেই তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে।
শুধু পেশাদার সম্পর্কই নয়, শাহরুখ ও ফারাহর বন্ধুত্বের নানান গল্প বলতে শোনা গেছে একাধিক সাক্ষাৎকারে। একবার ফারাহ জানিয়েছিলেন, তার কঠিন সময়ে শাহরুখ কীভাবে পাশে দাঁড়িয়েছিলেন। সে কথা তিনি হয়তো এখনও ভুলতে পারেন না।
ফারাহ সেই সাক্ষাৎকারে জানান, একবার তিনি খুবই মানসিক চাপে ছিলেন এবং কাঁদতে কাঁদতে শাহরুখকে ফোন করেছিলেন। ফোন পাওয়ার আধঘণ্টার মধ্যেই কিং খান তার শ্যুটিং ছেড়ে ফারাহর বাড়িতে হাজির হন।
আরও পড়ুন
ফারাহ জানান, এরপর শাহরুখ নাকি তার সঙ্গে বসে এক ঘণ্টা ধরে কথা বলেন এবং ধৈর্য ধরে সমস্ত কথা শুনে তাকে শান্ত করেন। ফারাহ সেই ঘটনাকে এখনও তার জীবনের 'সেরা থেরাপি' বলে উল্লেখ করেন।
ফারাহ বলেছিলেন, 'আমি প্রায়ই বলি, আমার বাবা মারা যাওয়ার পর যেন তিনিই শাহরুখকে পাঠিয়েছেন আমার যত্ন নেওয়ার জন্য। আমি সত্যিই তাকে ধন্যবাদ জানাতে চাই কারণ তিনি সবসময় আমার দেখাশোনা করেন।'
'ম্যায় হুঁ না' ছাড়াও ফারাহ পরিচালিত শাহরুখ অভিনীত অন্যান্য জনপ্রিয় ছবিগুলোর মধ্যে রয়েছে 'ওম শান্তি ওম' এবং 'হ্যাপি নিউ ইয়ার'। কোরিওগ্রাফার হিসেবে ফারাহ তার সঙ্গে কাজ করেছেন 'কভি হাঁ কভি না', 'দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে', 'ইয়েস বস', 'দিল সে', 'কুছ কুছ হোতা হ্যায়', 'দিল তো পাগল হ্যায়' এবং 'দিলওয়ালে'-এর মতো অসংখ্য ছবিতে।
ডিএ