‘ভেবেছিলাম মিষ্টি খাবার নিয়ে আসলে সব ভালো হবে’
ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলিউড অভিনেত্রী হিনা খান। ক্যানসারের তৃতীয় ধাপ চলছে নিচ্ছেন একের পর এক কেমো। শরীর জুড়ে যন্ত্রণা কিন্তু কোনোভাবেই কাজ থেকে বিরতি নিচ্ছেন না। গত বছর হঠাৎ ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন অভিনেত্রী।
সম্প্রতি একটি নাচের রিয়্যালিটি শো-তে উপস্থিত ছিলেন হিনা। সেখানেই তাকে ক্যানসারে আক্রান্তের বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। হিনার উত্তরে আবেগপ্রবণ হয়ে পড়েন অনুষ্ঠানের বাকি বিচারকেরাও।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, প্রথম যেদিন ক্যানসারের কথা জানতে পারলেন, সেদিন অভিনেত্রীর প্রেমিক রকি জয়সওয়াল বাড়িতে এসেছিলেন। চিকিৎসক নিজে হিনাকে এই রোগের কথা বলেননি।
আরও পড়ুন
হিনা বলেন, ‘যেদিন ক্যানসারের কথা জানতে পারলাম, আমার প্রেমিক রকি এসেছিল বাড়িতে। চিকিৎসক আমাকে ফোন করেননি। রকিই আমাকে বলেছিল, রিপোর্ট পজিটিভ এবং ম্যালিগন্যান্সি রয়েছে।’
রিপোর্ট নিয়ে খুব একটা চিন্তিত ছিলেন না হিনা। মেডিক্যাল রিপোর্ট পাওয়ার আগে ভাইকে ফালুদা নিয়ে আসতে বলেছিলেন অভিনেত্রী। আশা করেছিলেন, মিষ্টি কিছু খেলে ভালো খবর পাবেন। হিনার কথায়, ‘ভেবেছিলাম বাড়িতে মিষ্টি কিছু খাবার আনালে সব ভাল হবে।’
উল্লেখ্য, কিছু সিনেমায় কাজ করলেও ছোট পর্দার অভিনেত্রী হিসেবে সকলেই কাছে পরিচিত হিনা খান। ‘ইয়ে রিসতা ক্যায়া কহেলাতা হ্যায়’ সিরিয়ালে অভিনয়ের মাধ্যমেই দর্শকের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন।
এরপর কসৌটি জিন্দেগি কি, নাগিন ৫- এর মতো ধারাবাহিকে কাজ করেছেন। রিয়্যালিটি শো বিগ বস, ফিয়ার ফ্যাক্টর খতরো কে খিলাড়ি সিজন ৮ ও ১৩, ইন্ডিয়ান আইডলেও অংশ নিয়েছিলেন। স্পেশাল অ্যাপিয়ারেন্স বা অতিথি শিল্পী হিসাবে একাধিক ধারাবাহিকে দেখা গেছে হিনাকে।
এমআইকে