ঘনিষ্ঠ সেই ছবির জন্যই ঘর ভাঙছে চাহালের, মুখ খুললেন প্রতীক
ভারতীয় ক্রিকেট দলের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী বর্মার মধ্যে বিবাহ বিচ্ছেদের জোর গুঞ্জন চলছেই। শোনা যাচ্ছে, বিচ্ছেদ নাকি একদমই নিশ্চিত। শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি!
ক্রিকেটারের সংসার ভাঙার খবরে চাহাল ভক্তদের ক্ষোভ জমেছে প্রতীক উটেকরের উপর। কে এই প্রতীক যাকে ঘিরে চলছে জোর চর্চা? ধনশ্রীর সঙ্গে যার ঘনিষ্ঠ ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল!
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, ধনশ্রী একজন নৃত্যশিল্পী। প্রতীকও একজন কোরিওগ্রাফার। সেই সূত্রেই আলাপ দু'জনের। সেখান থেকেই গড়ে ওঠে সখ্য।
তবে প্রতীকের দাবি, তাদের মধ্যে প্রেম নেই। যদিও ভারতীয়রা সেটা মানতে নারাজ। চাহালের সংসার ভাঙার জন্য এই যুবককেই দায়ী করছেন সকলে। একইসঙ্গে তাদের ভাইরাল হওয়া ঘনিষ্ঠ ছবিরও দায় দেখছেন।
নেটিজেনদের কড়া সমালোচনার মুখে সেই ‘ছবি’ প্রসঙ্গে ইনস্টাগ্রামে এক বিবৃতি দিয়েছেন প্রতীক।
আরও পড়ুন
কারও না উল্লেখ না করে যেখানে তিনি লেখেন, ‘এই পৃথিবী নানা ধরনের গল্প তৈরিতে ওস্তাদ। কমেন্ট বক্স ও মেসেজে সেই গল্পই ঘুরে বেড়াচ্ছে। কী ভিত্তি সেই গল্পের? শুধু একটা ছবি?’
দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় চাহাল লেখেন, ‘কঠিন পরিশ্রম একজন মানুষের চরিত্র নির্ধারণ করে। আপনি নিজের যাত্রাপথটা খুব ভাল করেই জানেন। আপনি নিজের দুঃখটা বোঝেন। এই জায়গায় পৌঁছনোর জন্য আপনাকে কী কী করতে হয়েছে, সেই ব্যাপারেও আপনি খুব ভাল করে ওয়াকিবহাল থাকেন।’
এরপর ইনস্টা থেকে মুছে দেন ধনশ্রীর সব ছবি। একে-অপরকে করেন আনফলো। আর ঠিক তখনই বিচ্ছেদের গুঞ্জন আরও জোরালো হয়ে ওঠে।
২০২৩ সাল থেকেই যুজবেন্দ্র এবং ধনশ্রীর ডিভোর্স গুঞ্জন শোনা যাচ্ছে। ধনশ্রী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে 'চাহাল' পদবি সরিয়ে ফেলেছেন। এখন হয়তো বিচ্ছেদের ঘোষণাটাই বাকি।
এনএইচ