স্ত্রী-মেয়ের জন্য সবচেয়ে বেশি টাকা খরচ করেন বরুণ!
বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। গত বছরের ৩ জুন প্রথমবারের মতো বাবা হয়েছেন তিনি। অভিনেতা ও তার স্ত্রী নাতাশা দলালের কোলে এসেছে ফুটফুটে কন্যা সন্তান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, তার বাবা ডেভিড ধাওয়ান বেশি টাকা খরচ করতে দিতেন না। তবে বরুণ স্ত্রী-মেয়ের জন্য সবচেয়ে বেশি টাকা খরচ করেন।
সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, সবচেয়ে বেশি খরচ কোথায় করেছেন। ভেবেচিন্তে বরুণ জানিয়েছেন, গত বছর স্ত্রীকে বেড়াতে নিয়ে গিয়েছিলেন।
আরও পড়ুন
তার কথায়, ‘আমরা ছুটি কাটাতে গিয়েছিলাম। সম্প্রতি আমার সন্তানের জন্মের আগে স্ত্রীকে বেড়াতে নিয়ে গিয়েছিলাম। তবে আমার মনে হয় না এতে খরচ বেশি হয়েছিল।’
প্রসঙ্গত, ২০২১ সালের ২৪ জানুয়ারি দীর্ঘ ১৪ বছরের বন্ধু, পোশাকশিল্পী নাতাশা দালালের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন বরুণ। বিয়ের তিন বছরের মাথায় সন্তানের বাবা-মা হন এই দম্পতি। বাবা হওয়ার পর থেকে ভীষণ ব্যস্ত বরুণ। একের পর এক কাজ নিয়ে ব্যস্ত সময় পার হচ্ছে তার।
এমআইকে