আইনি বিপাকে রক ব্যান্ড ‘কোল্ড প্লে’
ভারতে কনসার্ট নিয়ে দিলজিৎ দোসাঞ্ঝের পর এবার আইনি বিপাকে ব্রিটিশ রক ব্যান্ড ‘কোল্ড প্লে’। চলতি মাসের ২৫ ও ২৬ জানুয়ারি গুজরাতে শো করার কথা ব্রিটিশ রক ব্যান্ডের। তবে তার আগেই গায়ক ক্রিস মার্টিনকে নোটিশ দিয়েছে গুজরাট প্রশাসন।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, আহমেদাবাদের জেলা শিশু সুরক্ষা বিভাগের পক্ষ থেকে গায়ক ক্রিস মার্টিন ও সংগীতনুষ্ঠানের আয়োজক সংস্থার উদ্দেশে নোটিষ জারি করা করেছে।
আরও পড়ুন
নোটিশে উল্লেখ করা হয়, কোল্ড প্লে’র শো-তে বাচ্চাদের প্রবেশ নিষিদ্ধ। অনুষ্ঠানের মঞ্চে কোনও শিশুকে প্রবেশ করতে পারবে না। আয়োজকদের উদ্দেশে বলা হয়েছে, ১২০ ডেসিবলের বেশি শব্দমাত্রা ক্ষতিকর। তাই বাচ্চাদের শ্রবণ নিরাপত্তার বিষয়টি মাথায় রাখতে হবে। আর আদালতের নির্দেশ অমান্য করলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচালক করণ জোহর কোল্ড প্লে’র টিকিট না পেয়ে হতাশা প্রকাশ করেছিলেন।
কোল্ড প্লে’র কনসার্ট নিয়ে সংগীতপ্রেমীদে তুমুল উন্মাদনা দেখা গেছে। গত বছরের নভেম্বর মাসে অগ্রীম বুকিং শুরু হতেই টিকিটের জন্য সংগীতপ্রেমীদের উন্মাদনা দেখার মতো ছিল।
এমআইকে