একদিনে ১৩ কোটি ভিউ পেল বিটিএস
জনপ্রিয় কে-পপ ব্যান্ড ‘বিটিএস’ মানেই যেন রেকর্ড। শুরুটা হয়েছিল ‘ডিনামাইট’ দিয়ে। এরপর নিজেদের টপকে গেছে নিজেরাই।
সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘বিটিএস’-এর দ্বিতীয় ইংরেজি গান ‘বাটার’। মাত্র ১৩ মিনিটে এর ভিউ হয়েছে ১০ মিলিয়ন। আর ১ দিনেই এটি দেখেছে প্রায় ১৩ কোটি দর্শক। কমেন্ট পড়েছে ৫৩ লাখের বেশি।
এপ্রিলের শেষের দিকে ‘বাটার’-এর টিজার শেয়ার করেছিল ‘বিটিএস’। তাদের অ্যাকাউন্ট থেকে ১৫ সেকেন্ডের ছোট ক্লিপ শেয়ার করে। যেখানে দেখা গিয়েছিল মাখন আকৃতির একটি লাভ সাইন গলে পড়ছে।
এরপর থেকেই গানটি নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। অবশেষে তার অবসান হলো। ২৩ মে প্রকাশ হয়েছে ‘বাটার’। গানটি লিখেছেন রব গ্রিমাল্ডি, স্টিফেন কার্ক, রন পেরি, জেনা অ্যান্ড্রুজ, অ্যালেক্স বিলোভিটস ও সেবাস্তিয়ান গার্সিয়া।
বছরের শুরুতেই ‘বিটিএস’ তাদের নতুন অ্যালবামের ঘোষণা দেয়। ১৬ জুন প্রকাশ হবে সেটি। এতে থাকবে ২৩টি জাপানি গান।
কোরিয়ানের পাশাপাশি জাপানি গানেও জনপ্রিয় ‘বিটিএস’। গত বছর তাদের সবচেয়ে ব্যবসাসফল অ্যালবাম ‘ম্যাপ অব দ্য সোল: ৭’ সাজানো হয়েছিল জাপানি গান দিয়ে। এর আগেও ৩টি অ্যালবাম জাপান থেকে প্রকাশ পেয়েছিল। সবগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়।
‘বিটিএস’-এর জাপানি অ্যালবামের নাম ‘দ্য বেস্ট’। নতুন গানের পাশাপাশি এতে ব্যান্ডের জনপ্রিয় কয়েকটি গান জাপানি সংস্করণ যোগ করা হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে ‘আইডল’, ‘মাইক ড্রপ’, ‘বয় উইখ লাভ’, ‘মেক ইট রাইট’।
এমআরএম