ঠান্ডায় কাঁপতে কাঁপতে গান গাইলেন মিমি চক্রবর্তী
অভিনেত্রী মিমি চক্রবর্তী। ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন। পাহাড়ের কোলে তার শৈশব কেটেছে। তাই সেখানের প্রতি এক আলাদা টান সবসময়ই রয়েছে অভিনেত্রীর।
এদিকে নতুন বছরের প্রথমেই পাহাড়ে ঘেরা শহরের বুকে দেখা গেল অভিনেত্রীকে। চায়ের কাপে চুমুক, ধোঁয়া ওঠা গরম ম্যাগির স্বাদ, আর জমিয়ে ফটোশুট। সামাজিক যোগাযোগ মাধ্যমে রঙিন মুহূর্তের ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন।
নতুন বছরের শুরুতেই একেবারে কাছের মানুষদের নিয়ে ঘুরাঘুরি করছেন। ভোরবেলা তাকে পাহাড়ের কোলে হাঁটতে হাঁটতে গান গাইতেও দেখা গেল। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিওতে অভিনেত্রীকে গান গাইতে শোনা যায়।
তিনি গাইলেন, ‘ঠান্ডি হ্যায় ভাই ঠান্ডি হ্যায়, শুভা শুভা কী ঠান্ডি হ্যায়।’ সবুজে ঘেরা প্রকৃতির কোলে ঘুরে বেড়াচ্ছেন তিনি। শুধু তাই নয়, তাকে বাগানে গিয়ে চা পাতা তুলতেও দেখা গেছে।
কখনও দেখা যাচ্ছে ভোরের আলোয় পাহাড় উপভোগ করছেন। কখনও আবার পরিবারের সঙ্গে সময় কাটানো। আগুন জ্বেলে জমিয়ে মজা। সবমিলিয়ে জমজমাট আয়োজন বলা চলে।
এমআইকে