বলিউড প্রসঙ্গে অজানা তথ্য ফাঁস করলেন সোনু
তারকারা একটু বেশি লাইমলাইটে থাকতে পছন্দ করে। তারা চায় নেটিজেনদের নজরে আসতে। বলিউড তারকাদের মধ্যেও তা নিয়ে প্রতিযোগিতা চলে। সম্প্রতি অভিনেতা সোনু সুদ তারকাদের এই ‘প্রতিযোগিতা’ প্রসঙ্গেই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় দেখা যায়, তারকাদের সঙ্গে ইদানীং ব্যক্তিগত নিরাপত্তারক্ষী থাকেন। সোনু এ বিষয়ে জানান, সেই কর্মীদের অনেক সময়েই প্রকাশ্যে ইচ্ছাকৃত ভাবে কোনও সমস্যা তৈরি করতে বলা হয়। তার ফলে তারকারা আরও নজরে আসেন।
অভিনেতার কথায়, ‘নিরাপত্তারক্ষীদের মাঝেমধ্যেই প্রকাশ্যে কোনও সমস্যা তৈরির জন্য নির্দেশ দেওয়া হয়, বিশেষ করে বিমানবন্দরে। যার ফলে সাধারণ মানুষ তখন ঘুরে তারকাদের দেখতে বাধ্য হন। একটা কৌতূহল তৈরি হয়। ফলে ওই তারকা তখন সকলের নজরে আসেন।’
আরও পড়ুন
সোনুর সঙ্গেও ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা থাকেন। এই প্রসঙ্গে সোনু বলেন, ‘আমি তাদের কাউকে ধাক্কা দিতে নিষেধ করি। সাধারণ মানুষ কিন্তু এমনিতে খুবই শান্ত। তাদের থেকে কোনও ক্ষতির আশঙ্কা থাকে না।’
সোনুর মতে, কোনও তারকা চাইলে একান্তে খুব সহজেই বিমানবন্দরে চলাফেরা করতে পারেন। তবে তারকারা সকলের নজরে আসতে চান। তাই নিরাপত্তারক্ষীদের কোনও ধরনের সমস্যা তৈরি করতে বলেন। তখন সহজেই ওই তারকা আরও অনেকের দৃষ্টি আকর্ষণ করতে পারেন।
প্রসঙ্গত, চলতি মাসে মুক্তি পাবে সোনু পরিচালিত এবং অভিনীত নতুন ছবি ‘ফতেহ’। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ এবং বিজয় রাজ।
এমআইকে