বিতর্কে জড়ালেন বনি কাপুর
বিগত বেশ কয়েক বছর থেকে ভারতের দক্ষিণী ছবির জনপ্রিয়তা বেড়েছে। তবে দক্ষিণী ইন্ডাস্ট্রির প্রভাব কি বলিউডেও পড়েছে? বা সেখানকার ছবি যেভাবে বক্স অফিসে হিট হচ্ছে সেখানে গিয়ে কোথাও পিছিয়ে পড়ছে বলিউড।
সম্প্রতি এই বিষয়ে বিতর্কে জড়িয়েছেন বনি কাপুর এবং তেলুগু প্রযোজক নাগা ভামসি। চলচ্চিত্র সংক্রান্ত একটি আলোচনায় অংশ নিয়েছিলেন তারা। আলোচনার বিষয় ছিল, ‘বলিউডে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের প্রভাব’। আর সেই আলোচনা থেকেই শুরু হয় বিতর্ক।
আরও পড়ুন
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। প্রযোজক নাগা ভামসির যুক্তি ‘আরআরআর’ এবং ‘বাহুবলী’র মতো বিগ বাজেটের ছবির মুক্তির পর বলিউডের তথাকথিত ‘মাস-এন্টারটেনমেন্ট’-এর সংজ্ঞা পরিবর্তন হয়ে গেছে।
পাশাপাশি তার দাবি, দক্ষিণী চলচ্চিত্র বলিউডকে নতুন জীবন দিয়েছে। আর এতেই ক্ষুব্ধ হন বনি। পরিবর্তে তিনি বলিউডের বিশ্বব্যাপী প্রভাবকে বেশি গুরুত্ব দেন। বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের প্রতি দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের অনুরাগ নিয়েও মন্তব্য করেন তিনি।
বিতর্কের মাঝে বনিকে তার নিজের ট্র্যাক রেকর্ড মনে করিয়ে দেন নাগা। তাকে সমর্থন জানিয়েছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। আধুনিক দর্শক ও বিশ্বব্যাপী বলিউড ছবির আধিপত্য নিয়ে বনির চিন্তাভাবনাকে ‘কল্পনাতীত’ বলে ব্যঙ্গ করেছেন এক ব্যবহারকারী।
এক নেটিজেন দক্ষিণী ছবির রিমেক ‘ওয়ান্টেড’ কীভাবে বনির মুখ থুবড়ে পড়া আর্থিক পরিস্থিতি পরিবর্তন করেছিলেন সেটা মনে করিয়ে দেন। এখানেই থেমে নেই বিষয়টা। অনেকে তার মেয়ে জাহ্নবী কাপুর অভিনীত সাম্প্রতিক দক্ষিণী হিট সিনেমা ‘দেবারা’ নিয়েও মন্তব্য করতে ছাড়েননি।
এমআইকে