রক্তচক্ষু লুকে ভয় ধরালেন ‘রঘুডাকাত’
সব জল্পনার অবসান, চলতি বছরেই আসছে দেবের বহু প্রতীক্ষিত টালিউড ছবি ‘রঘু ডাকাত’। নতুন বছরের পয়লা দিনেই এই ঘোষণা দিলেন স্বয়ং দেব! সঙ্গে প্রকাশ করলেন এক চোখ আটকানো পোস্টার।
তাতে দেখা যায়, ‘রঘু ডাকাত’ রূপে ধরা দিয়েছেন দেব। চাদরে মোড়া মাথা, খানিকটা খোলা রয়েছে চেহারা। সেই ফাঁকে জ্বলজ্বল করছে তার দুই চোখ। নজরে এসেছে কপালে আঁকা চওড়া রক্তবর্ণের টিকা। ছবির পোস্টারের ওপরেই গোটা গোটা অক্ষরে লেখা ২০২৫-এর পূজায় বড়পর্দায় আসছে 'রঘু ডাকাত'।
পোস্টারে দেবের এই লুক দেখে রীতিমতো চমকে গেছেন তার অনুরাগীরা। অনেকে মন্তব্যও করেছেন, 'ভয় পাইয়ে দিয়েছেন'। আরেক নেটিজেনের মন্তব্য, 'রাতে হঠাৎ করে এই ছবি দেখলে যে কেউ ভয় পাবে।'
'খাদান'-এর সাফল্যের পর নাকি প্রযোজক হিসেবে দেবের মনোবল আরও বেড়েছে। পাশাপাশি কাজ করেছে পূজায় ‘বহুরূপী’র সাফল্য। শোনা যাচ্ছে, 'খাদান'-এর থেকেও বড় ব্যাপ্তি এই ছবির।
২০২১ সালে ধ্রুব পরিচালিত এবং দেব অভিনীত ‘গোলন্দাজ’ ছবিটি দুর্গাপূজায় মুক্তি পেয়েছিল। তারপর সেই বছরেই ঘোষণা হয়েছিল 'রঘু ডাকাত'-এর। অবশ্য কখনও বাজেট, কখনও বা চিত্রনাট্যের কারণে শ্যুটিং শুরু করা যায়নি।
আবার গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল ‘রঘু ডাকাত’ নাকি আগামী বছরের পূজাকে মাথায় রেখেই তৈরি হবে। ঘোষণার পরে নতুন বছরের প্রথমার্ধেই শুরু হবে ছবির শ্যুটিং।
ডিএ