শাহরুখের লন্ডনের বিলাসবহুল বাংলোর ভিডিও ভাইরাল
বলিউড কিং শাহরুখ খানের বিলাসবহুল জীবনযাত্রার নানা মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়। আর সেগুলো বেশ পছন্দও করে কিং খানের অনুরাগীরা। লন্ডনে তার বিলাসবহুল বাংলোর একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা অভিনেতার বিলাসবহুল বাড়ি দেখার সুযোগ করে দেয়।
ভিডিয়োটি শেয়ার করেছেন এক ব্লগার দম্পতি, যেখানে বিলাসবহুল বাংলোর বাইরের অংশ দেখা যাচ্ছে। এই ভিডিওতে ঠিকানা ‘১১৭’ এবং পুরো ভবনের সামনের অংশ দেখা যাচ্ছে। আরও দেখা যায়, বাড়ির বাইরে পার্ক করা দামি গাড়ির লাইনআপও।
আরও পড়ুন
ভিডিও শেয়ার ক্যাপশনে লেখা হয়েছে, ‘লন্ডনে শাহরুখ খানের কোটি টাকার বাংলোর অমোঘ নিদর্শন।’
২০০৯ সালে ম্যানচেস্টার ইভিনিং নিউজের এক প্রতিবেদনে বলা হয়, পার্ক লেনের ওই অ্যাপার্টমেন্টের জন্য ২০ মিলিয়ন পাউন্ড খরচ করেছেন শাহরুখ। যা প্রায় ২১৫ কোটি টাকা। প্রতিবেদনে আরও বলা হয় যে, ভারতের বাইরে কোনো সম্পত্তির জন্য কোনো বলিউড তারকা এই প্রথম এত পরিমাণ অর্থ খরচ করেছে।
লন্ডনের এই বাড়িটি শাহরুখের মালিকানাধীন বেশ কয়েকটি বিলাসবহুল সম্পত্তির মধ্যে একটি। মুম্বাইয়ে তার আইকনিক সমুদ্রমুখী বাড়ি মন্নতের পাশাপাশি একই শহরে ‘জান্নাত’ নামে একটি বিলাসবহুল ভিলাও রয়েছে। শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী খানের দিল্লিতেও একটি বিলাসবহুল প্রাসাদ রয়েছে।
প্রসঙ্গত, শাহরুখ বর্তমানে তার পরবর্তী ছবি কিং এর প্রস্তুতি নিয়ে ব্যস্ত, এতে সুহানা খানও অভিনয় করেছেন। লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালের ৭৭তম সংস্করণে অভিনেতা বহুল প্রত্যাশিত ছবিটি সম্পর্কে জানান।
এমআইকে