অভিনেত্রী হয়েই প্রেমিকের সঙ্গে প্রতারণা করেন কৃতি শ্যানন!
বহুদিন ধরেই ব্যবসায়ী কবীর বাহিয়ার সঙ্গে কৃতি শ্যাননের সম্পর্কের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে বলিউডের অন্দরে। যদিও বিষয়টি নিয়ে এই যুগলের কেউই মুখ খোলেননি। শুধু লোকচক্ষুর আড়ালে নিজেদের মত করে বিশেষ মুহূর্ত উপভোগ করার চেষ্টা করেছেন তারা।
এই মুহূর্তে বছর শেষের ছুটি দুবাইতে কাটাচ্ছেন এই কৃতি-কবীর। তাদের বেড়াতে যাওয়ার ছবি, ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। কিন্তু কবীরের সঙ্গে প্রেমের গুঞ্জনের মাঝেই নেটিজেনদের কটাক্ষের তীর কৃতির দিকে! কারণ, প্রাক্তন প্রেমিকের সঙ্গে নাকি প্রতারণা করেছিলেন অভিনেত্রী। অবশ্য, এক সাক্ষাৎকারে কৃতি নিজেই জানিয়েছিলেন বিষয়টি। সঙ্গেও এও জানিয়েছিলেন, তিনি নিজেও নাকি সেই প্রেমিকের কাছ থেকে প্রতারণার শিকার!
আরও পড়ুন
সেই পোস্টে নেটিজেনরা কৃতিকে কটাক্ষ করে ওই সাক্ষাৎকারের সূত্র ধরে লেখেন, 'কৃতি আমার কলেজেই পড়ত। সেই সময় ওর একজনের সঙ্গে সম্পর্ক ছিল। ওই ছেলেটির টাকায় সব বিলাসিতা মেটাত। এমনকি কৃতিকে মুম্বাই এসে প্রতিষ্ঠিত হওয়ার জন্যও অনেক সাহায্য করেছিল ছেলেটি। এরপর কৃতি প্রথম ছবি করার পরেই ছেলেটির সঙ্গে খারাপ আচরণ শুরু করে। এর ৬ মাস পরেই কৃতি প্রতারণা করে ছেলেটির সঙ্গে।'
কৃতির বিরুদ্ধে ওঠা এই মন্তব্যের জেরে বেজায় চটেছেন অভিনেত্রীর অনুরাগীরা। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করতে দেখা যায়নি কৃতিকে।
ডিএ