ঢাকার প্রথম ম্যাচ দেখতেই মাঠে যাচ্ছেন শাকিব খান
পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। এবারের আসরে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস।
বিপিএল নিয়ে শুরু থেকেই সরব এই চিত্রনায়ক। নিজ দলের সকল কর্মকাণ্ডেই অংশ নিচ্ছেন তিনি। রোববার (২৯ ডিসেম্বর) রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ঢাকা ক্যাপিটালসের জার্সি উন্মোচন করেছেন শাকিব খান।
আজ সোমবার সন্ধ্যায় বিপিএলের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস। নিজ দলের খেলা মাঠে থেকে দেখতে মিরপুরে হাজির থাকবেন শাকিব খান।
বিষয়টি নিশ্চিত করেছেন, ঢাকা ক্যাপিটালসের আরেক স্বত্বাধিকারী মিজানুর রহমান। তিনি জানান, খেলোয়াড়দের উৎসাহ জোগাতে প্রথম ম্যাচেই মাঠে উপস্থিত থাকবেন শাকিব।
এবারের বিপিএলে শুরু থেকেই চমক ঢাকা ক্যাপিটালস। কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে দলটির থিম সং। ঢাকাই শোবিজের অর্ধডজন তারকা অংশ নিয়েছেন যেই গানে। সেখানেও নেতৃত্ব দিচ্ছেন শাকিব খান।
আরও পড়ুন
গানটির শুটিংয়ে অংশ নেয়া সিয়াম আহমেদ বলেন, আমি রিমার্ক হারল্যানের অ্যাম্বাসাডর হিসেবে আছি। আর ঢাকা ক্যাপিটালস হচ্ছে এই প্রতিষ্ঠানের একটি টিম। তাই ঢাকা ক্যাপিটালস আমাদেরও টিম। সেই টিমের সদস্য হিসেবেই থিম সংয়ে পারফর্ম করা। দারুণ একটি গান হয়েছে; যা ঢাকা ক্যাপিটালের শক্তি, বুদ্ধিমত্তা ও দক্ষতার জানান দেবে।
টিমের অন্যতম দায়িত্বশীল কর্তা নায়ক ইমন জানান, সম্প্রতি থিম সংটির শুটিং শেষ হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর গানটি ঢাকা ক্যাপিটালসের ফেসবুক ইউটিউবসহ নানা মাধ্যমে প্রকাশ পাবে।
তিনি আরও বলেন, রিমার্ক হারল্যান সবকিছুই চমক নিয়ে আসছে। এবার বিপিএলেও চমক হচ্ছে ঢাকা ক্যাপিটাল। আর ঢাকা ক্যাপিটালের পক্ষ থেকে প্রথম চমক হচ্ছে এই গান। আশা করি, গানটি সবার ভালো লাগবে এবং আমরা এবার চ্যাম্পিয়ন হব।
শুধু শাকিবই নয়, ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচে এই নায়কের সঙ্গে মিরপুরে হাজির থাকবেন একধাঁক তারকা। রংপুরের সঙ্গে যেই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬ টায়।
এনএইচ