বাবার দ্বিতীয় বিয়েতে মা আমাকে সাজিয়ে দেন : সারা
বয়সে বড়, ভিন্ন ধর্ম....নানা বিতর্ককে পাশ মাটিয়ে অভিনেত্রী অমৃতা সিংয়ের গলায় মালা দেন অভিনেতা সাইফ আলি খান। সেই সংসারে জন্ম নেয় দুই সন্তান সারা ও ইব্রাহিম আলি খান।
তবে বিয়ের ১৩ বছরের মাথায় বিচ্ছেদের পথে হাঁটেন এই দম্পতি। অমৃতার সঙ্গে বিচ্ছেদের ৮ বছর পর অভিনেত্রী কারিনা কাপূরকে বিয়ে করেন সাইফ। অভিনেত্রীর সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে থাকার পরই বিয়ের সিদ্ধান্ত নেন এই জুটি।
দ্বিতীয় বিয়ের আগে নাকি প্রাক্তন স্ত্রীর উদ্দেশে হাতে লেখা বিশেষ চিঠি পাঠিয়েছিলেন নবাবপুত্র। যেখানে অমৃতার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। পাশাপাশি আগামী জীবনের জন্যও শুভেচ্ছা জানিয়েছিলেন।
‘কফি উইথ করর্ণ’ অনুষ্ঠানে করণ জোহরকে এ কথা জানিয়েছিলেন খোদ সাইফ নিজেই। তার কথায়, ‘কারিনার সঙ্গে বিয়ের আগে, কেন জানি না অমৃতাকে চিঠি লিখেছিলাম আমি। বলেছিলাম, আমার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছি। তোমার সঙ্গে আমার অতীতে সংসার ছিল....আরও অনেক কিছু। সবকিছুর জন্য কৃতজ্ঞ”।
প্রাক্তন স্ত্রীকে চিঠি লেখার পরই নাকি কন্যা সারার থেকে ফোন পান সাইফ আলি খান। বাবাকে সারা বলেছিলেন, ‘তুমি জানো আমি এমনিই যেতাম তোমার বিয়েতে। কিন্তু এবার আমি হৃদয়ে আনন্দ নিয়ে যাব।’
আরও পড়ুন
‘কফি উইথ করর্ণ’ অনুষ্ঠানের সেই পর্বে সাইফের সঙ্গে ছিলেন সারাও। বাবার সঙ্গে তিনিও ডুব দিলেন স্মৃতির অতলে। জানালেন, বাবার দ্বিতীয় বিয়ের জন্য মা তাকে নিজের হাতে সাজিয়েছিলেন।
অভিনেত্রী বলেন, ‘আমাকে এটা বলতেই হচ্ছে যে, আমার মা, বাবার দ্বিতীয় বিয়ের অনুষ্ঠানের জন্য আমাকে নিজ হাতে সাজিয়ে দিয়েছিলেন।’
উল্লেখ্য, বর্তমানে সাইফ-কারিনার সংসারেও রয়েছে দুই সন্তান। একজনের নাম তৈমুর অন্যজন জাহাঙ্গীর।
এনএইচ