আয়োজকদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ হানিয়ার
বিশ্বের বিভিন্ন প্রান্তে একের পর এক নজরকাড়া শো করে দর্শকের মন ছুঁয়েছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। তিনি ইতোমধ্যে সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়। শিল্পীর ভক্তরাও মুখিয়ে থাকেন নানা স্বাদের এই অনুষ্ঠান উপভোগের আশায়।
অভিনেত্রীকে শেষ দেখা গেছে ‘কভি ম্যায় কভি তুম’ -এ অভিনয় করতে। যা দর্শকদের কাছে প্রশংসিতও হয়েছিল। হানিয়া সম্প্রতি আমেরিকার ডালাসে অনুষ্ঠান করতে গিয়েছিলেন। যেখানে ভক্তদের সঙ্গে সাক্ষাতের কথা ছিল তার। কিন্তু হঠাৎ হানিয়া সেই অনুষ্ঠান মঞ্চ ছাড়তে বাধ্য হন।
অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে অভিযোগ তোলেন হানিয়া। ম্যানেজার এবং তাকে গালাগালি দেওয়া হয়েছে বলেও অভিযোগ অভিনেত্রীর। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হানিয়া লিখেছেন, ‘এটা সকলেরই জানা আমি আমার ভক্তদের ভালোবাসি এবং সম্মান করি। ডালাস ইভেন্টে যাঁরা আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন, তাঁদের কাছে ক্ষমাপ্রার্থী এভাবে হঠাৎ সবকিছু বন্ধ করার জন্য।’
আরও পড়ুন
সেদিনের ঘটনা ব্যাখ্যা করে অভিনেত্রী জানান, ভিড়ের মধ্যেও সবাই তার ছবি তুলছিলেন এবং ভিডিয়ো করছিলেন। সেই সময় তিনি শুনতে পান অনুষ্ঠানের একজন কর্মকর্তা তার ম্যানেজারকে গালাগাল করছেন। কী কারণে এমন দুর্ব্যবহার? সেটা জানতে ছুটে গিয়েছিলেন হানিয়া। তার বারবারই মনে হয়েছিল এই ব্যবহার কখনোই কারও সঙ্গে করা উচিত নয়। তাই মন খারাপ করে অভিনেত্রী ব্যাকস্টেজে চলে গিয়েছিলেন।
এরপরই আয়োজকরা সবাইকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন বলে অভিযোগ। কিছুক্ষণ অপেক্ষার পর ব্যাকস্টেজেই ভক্তদের সঙ্গে ছবি তুলেন অভিনেত্রী। ধীরে ধীরে তাকে একঝলক দেখতে ছুটে আসেন ভক্তরা। যা দেখে চটে যান ওই আয়োজক। অভিনেত্রীর নাম ধরে ডাকতে থাকেন। একটা সময় চিৎকার শুরু করেন। তাদের বেরিয়ে যেতে বলেন বলেও অভিযোগ। সরাসরি আক্রমণ করেন অভিনেত্রীকে।
কোনও মহিলার সঙ্গে এমন আচরণ দেখে স্তম্ভিত হানিয়া। অভিনেত্রীর কথায়, ‘আমরা নারীরা শুধু পুরুষ-শাসিত সমাজের অংশ। কিছুতেই পার পেয়ে যেতে পারেন না এই ধরনের ব্যবহার করে।’
তবে সেদিনের ঘটনায় ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন হানিয়া। তিনি বলেন, ‘আমি আপনাদের প্রত্যেকের কাছে ক্ষমাপ্রার্থী। তোমাদের প্রত্যেককে খুব ভালোবাসি। আমি দুঃখিত এইভাবে সবটা শেষ করতে হয়েছিল বলে।’
এমআইকে