দেবের জন্মদিনের শুভেচ্ছায় রুক্মিণীর বিশেষ আবদার
গত বুধবার ছিল টালিউড নায়ক দেবের জন্মদিন। বিশেষ দিনে বক্স অফিসে তার ছবি ‘খাদান’-এর সাফল্য ও জন্মদিনের শুভেচ্ছায় ভেসেছেন দেব। তবে বাকি ছিল বিশেষ মানুষটির শুভেচ্ছাবার্তা।
দেবের জন্মদিন উপলক্ষ্যে বিশেষ পার্টির আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিতে দেবের নিকট বন্ধুরা। বুধবার রাতেই কেক কাটা এবং উদযাপনের ছবি ভাইরাল হয় সামাজিক মাধ্যমে।
বৃহস্পতিবার দেবের জন্মদিনের এক দিন পর সামাজিক মাধ্যমে নায়ককে শুভেচ্ছাবার্তা জানান রুক্মিণী। সেই পার্টিতেই দেবের সঙ্গে তোলা একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন নায়িকা। তাতে প্রিয় মানুষ দেবের কাছে কিছু আবদারও রেখেছেন রুক্মিণী। অর্থাৎ, দেবকে অপ্রতিরোধ্য, অপরাজিত দেখতে চান- দেবের কাছ থেকে এটাই চাওয়া রুক্মিণীর।
আরও পড়ুন
সেই পোস্টে নায়িকা লিখেছেন, ‘শুধু জন্মদিন নয়, প্রতিটা দিনেই তোমার জন্য শুভেচ্ছা থাকে। অপ্রতিরোধ্য হয়ে ওঠো, অপরাজিত থাকো। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ হল, মানুষের জন্য ভালো কাজ করো। তা হলে এই বিশ্ব তোমার পাশেই থাকবে। দেব, তোমাকে জন্মদিনের শুভেচ্ছা, ভালোবাসা এবং শুভেচ্ছা।’
সম্প্রতি দেব-রুক্মিণীর সমীকরণ নিয়ে টালিউডে গুঞ্জন ছড়িয়েছিল। সাক্ষাৎকারে দেব নিজেকে ‘সিঙ্গেল’ দাবি করেছিলেন। নিন্দকেরা রটিয়েছিলেন, সমাজ মাধ্যমে রুক্মিণী নাকি দেবকে আর অনুসরণ করছেন না! যদিও এই প্রসঙ্গে দু’জনেই প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। যা-ই হোক, রুক্মিণীর শুভেচ্ছাবার্তা প্রকাশ্যে আসার পর যুগলের অনুরাগীরাও আপ্লুত। একজন লিখেছেন, ‘তোমাদের দু’জনকে একসঙ্গেই দেখতে ভালোবাসি।’
ডিএ