গোয়ায় ঘুরতে গিয়ে সমুদ্রে ডুবে যাচ্ছিলেন রণবীর
ইউটিউবার রণবীর আলাহাবাদিয়া। যিনি ‘বিয়ার বাইসেপস’ নামে নেটিজেনদের মাঝে পরিচিত। প্রেমিকার সঙ্গে গোয়া ভ্রমণে গিয়ে সমুদ্রে ডুবে যাচ্ছিলেন তিনি। এমন বিপদের সময় তার পাশে দাঁড়িয়েছিলেন একজন আইপিএস অফিসার এবং তার আইআরএস স্ত্রী।
ইনস্টাগ্রাম পোস্টে রণবীর জীবনের কঠিন সময়ের কথা ভক্ত-অনুরাগীদের মাঝে ভাগ করেছেন। যেখানে তিনি জানান, তার বান্ধবীর সঙ্গে সমুদ্রে সাঁতার কাটার সময় কোন বিপদের সম্মুখীন হতে হয়েছিল তাকে। সেখানে তারা দু’জনেই জলের স্রোতে ভেসে গিয়েছিলেন।
আরও পড়ুন
রণবীর লিখেছেন, ‘আমরা এখন একেবারে ভালো আছি। তবে গতকাল সন্ধ্যা ছয়টায় বা তার কিছুক্ষণ পরে আমার বান্ধবী এবং আমাকে কিছুটা কঠিন পরিস্থিতিতে পড়তে হয়েছিল।’
ইউটিউবারের কথায়, ‘এমন অবস্থা হয়েছিল বারবার মনে হচ্ছিল এখনই সব শেষ হয়ে যাবে। দু’জনে কোনোক্রমে পানিতে ভেসে থাকার জন্য সংগ্রাম করছিলাম। আমি প্রচুর পানি গিলে ফেলি এবং কিছুটা সময় পর একেবারে নিস্তেজ হয়ে পড়তে শুরু করেছিলাম।’
শেষে বলেন, ‘তখন আমি সাহায্যের জন্য চিৎকার করতে থাকি। আইপিএস অফিসার স্বামী-স্ত্রী দম্পতি না থাকলে কী যে হতো জানি না। তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা থাকবে আজীবন।’
এমআইকে