দেব বাঁচাতে পারে কারণ তার সে ইমেজটা রয়েছে : চিরঞ্জিত চক্রবর্তী
হইহই করে বক্স অফিস কাঁপাচ্ছে ‘খাদান’ সিনেমা। ইতোমধ্যেই রেকর্ড আয় করেছে এই সিনেমা। দেব, যিশু, ইধিকা থেকে শুরু করে একঝাঁক তারকায় মিলনমেলা বলা চলে এই সিনেমায়।
প্রথমবার মধ্যরাতের হাউজফুল শো থেকে শুরু করে, ঢাক-ঢোল বাজিয়ে উদযাপন, সব মিলিয়ে প্রশংসায় পঞ্চমুখ দেব ভক্তরা। তবে শুধু তারাই নয়, দেবের প্রশংসা করেছেন অভিনেতা-অভিনেত্রীরাও। দেব-এর ‘খাদান’কে ইন্ডাস্ট্রির ‘গেমচেঞ্জার’ বলেও উল্লেখ করলেন চিরঞ্জিত চক্রবর্তী।
‘খাদান’ দেখে আপ্লুত চিরঞ্জিত চক্রবর্তী। দেবকে একটা সময় মানুষ তার কমার্শিয়াল সিনেমার নানা চরিত্র দিয়ে চিনেছেন। চিরঞ্জিত দেবের কোন চরিত্রের কথা উল্লেখ করলেন?
আরও পড়ুন
অভিনেতার কথায়, ‘যে চেহারায় ওকে মানায় সেটাই ওর সিগনেচার। যেমন আমার ক্ষেত্রে ‘আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখব’ এটা। বুম্বার ক্ষেত্রে ‘অমরসঙ্গী’। তেমনই দেবেরও একটা চরিত্র ভীষণভাবে জনপ্রিয়। সেটা হলো ‘পাগলু’।’
চিরঞ্জিতের ভাষ্য, ‘এটা আমি ওকে বারবারই বলেছি। সত্যি বলতে আই লাভ ‘পাগলু’। এটা হচ্ছে দেবের জায়গা। লোকে ওটাই চেনে। ওকে ওইভাবেই দেখে। সত্যি বলতে বাঘের গায়ে ডোরা দাগ না থাকলে মানায় না। দেবও ঠিক তেমনই। ‘খাদান’ আরও ভালো ব্যবসা করবে। অনেক কিছু হবে। সাফল্যের পাহাড় হবে এবার।’
শেষে বলেন, ‘আমাদেরও একটা স্বার্থ আছে। এই ছবিটা ভালো ব্যবসা দিলে, ঘুরে দাঁড়াবে ইন্ডাস্ট্রিটা। খুব খারাপ অবস্থার দিকে যাচ্ছে ইন্ডাস্ট্রির অবস্থা। দেব সেটা বাঁচাতে পারে কারণ ওর সেই ইমেজটা রয়েছে। যা অবস্থার পরিবর্তন করতে পারে।’
এমআইকে