হাসপাতালে ভর্তি পরিচালক অরুণ রায়
ওপার বাংলার পরিচালক অরুণ রায় সংকটজনক অবস্থায় আরজি কর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কিছুদিন ধরেই ক্যান্সারে ভুগছেন তিনি, ইমিউনিটি বেশ কম। ফলে সামান্য শ্বাসনালীর সংক্রমণ থেকেই হয়ে গেছে নিউমোনিয়া।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, এ পরিচালককে এইচডিইউ-তে চিকিৎসাধীন রয়েছেন। ২০২৩ সালের দুর্গাপুজোয় মুক্তি পেয়েছিল অরুণ রায় পরিচালিত ও দেব অভিনীত ছবি ‘বাঘাযতীন’।
আরও পড়ুন
যে ছবি চলাকালীন জানা যায় পরিচালকের অসুস্থতার কথা। খাদ্যনালিতে ক্যান্সার ধরা পড়ে পরিচালক অরুণ রায়ের। একটা সময় কেমোথেরাপি চলাকালীনও শুটিংয়ের কাজ করে গেছেন এ পরিচালক।
জীবনের এমন কঠিন সময়েও তিনি পজিটিভ। কোনও সাক্ষাৎকারে ক্যান্সার সংক্রান্ত প্রশ্ন করা হলেও, উত্তর দিতে চাননি সেই ভাবে। পরিচালকের মতে, যে কারও হতে পারে এই রোগ।
পরিচালকের এই মনের জোর অনেকের অনুপ্রেরণা বলা চলে। ‘এগারো’, ‘চোলাই’, ‘বিনয়-বাদল-দীনেশ’, ‘হীরালাল’, ‘বাঘাযতীন’-এর মতো নজরকাড়া সিনেমা পরিচালনা করেছেন তিনি।
এমআইকে