আর্মি স্টেডিয়ামে রাহাত ফতেহ’র অপেক্ষায় হাজারো দর্শক
জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে নিহতের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে ‘ইকোস অব রেভোল্যুশন’ শিরোনামে একটি চ্যারিটি কনসার্টের আয়োজন করা হয়েছে ‘স্পিরিটস অব জুলাই’ নামের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে।
কনসার্ট মাতাতে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। রাত ৮টায় মঞ্চে ওঠার কথা রয়েছে তার। এদিকে রাহাত ফতেহ আলী খানের অপেক্ষায় কনসার্টে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
রাজধানীর নানা প্রান্ত থেকে দর্শকরা আর্মি স্টেডিয়ামে জড়ো হতে শুরু করেছেন। কনসার্টের প্রবেশমুখে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক নজরদারি করছেন। ফলে ঢাকামুখী ও ঢাকা ত্যাগ করা যানবাহন চলাচলে সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন
প্রসঙ্গত, রাহাত ফতেহ আলী খান প্রাথমিকভাবে মুসলিম সুফি হিসেবে ভক্তিমূলক গান গাইতেন। তিনি ওস্তাদ নুসরাত ফাতেহ আলী খানের ভাস্তে এবং ওস্তাদ ফররুখ ফতেহ আলী খান পুত্র। এছাড়াও তিনি পুরাণখ্যাত কাওয়ালি শিল্পী ফাতেহ আলী খানের নাতি।
পাশাপাশি তিনি বলিউডের জনপ্রিয় একজন নেপথ্য সঙ্গীতশিল্পী হিসেবে সুপরিচিত। তার গাওয়া প্রথম বাংলা গান ‘তোমার-ই নাম লেখা’ এবং গানটি লিখেছে বাংলাদেশি গীতিকার রবিউল আউয়াল। গানটি গেয়ে তিনি বাংলাদেশে বেশ প্রশংসিত হয়।
এমআইকে