ভিক্ষুক টাকা চাইতেই যা করলেন সাইফ পুত্র ইব্রাহিম

বলিউড অভিনেতা সাইফ পুত্র ইব্রাহিম আলি খান। এখনও ইব্রাহিম বলিউডে আত্মপ্রকাশ করেনি। তবু ভক্ত এবং ফটোগ্রাফারদের মধ্যে তিন বেশ জনপ্রিয়। সম্প্রতি এক অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়েছেন এ তারকা পুত্র।
বিজ্ঞাপন
হঠাৎ কিছু ভিক্ষুক তার গাড়ি ফলো করতে শুরু করেন। তারপর গাড়ি দাঁড় করিয়ে টাকাও চান। তবে সেই সময় তার কাছে কোনও নগদ টাকা ছিল না। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রথমে তারা ইব্রাহিম আলি খানকে ‘ জয় শ্রী রাম’ বলে শুভেচ্ছা জানান। তারপর একজন ইব্রাহিমকে বললেন, ‘পাঁচ টাকায় কী হবে স্যার?’ ইব্রাহিমের উত্তর, ‘জানি কিছ হবে না, তবে হওয়া তো অবশ্যই উচিত।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
পাশ থেকে একজন ফোটোগ্রাফারকে বলতে শোনা যায়, ‘তোমার বাবা খুব বড় মনের।’ তৎক্ষণাৎ ইব্রাহিমের উত্তর, ‘আরে তাহলে আমার বাবাকে ফোন করো।’
তবে অভিনেতা পুত্র সৌজন্য দেখাতেও ভোলেননি। ভিক্ষারত এক মহিলার সঙ্গে হাত মিলিয়ে বলেন, ‘অনেক ভালোবাসা ম্যাডাম। অনেক ভালোবাসা।’ এই বলেই সেখান থেকে চলে যান ইব্রাহিম আলি খান।
এমআইকে